Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তাম্রলিপ্ত পৌরসভারপ্রশাসক নিজেই নোংরা তুলতে গেলে সাফাই কর্মীদের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে

কয়েকদিন ধরে সাফাই কর্মীরা কাজ না করায় জমে রয়েছে নোংরা ও জঞ্জাল। তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক দীপেন্দ্র নারায়ন রায় নিজেই নোংরা তুলতে গেলে সাফাই কর্মীদের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

তাম্রলিপ্ত পৌর…

 


কয়েকদিন ধরে সাফাই কর্মীরা কাজ না করায় জমে রয়েছে নোংরা ও জঞ্জাল। তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক দীপেন্দ্র নারায়ন রায় নিজেই নোংরা তুলতে গেলে সাফাই কর্মীদের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।



তাম্রলিপ্ত পৌরসভার সাফাই কর্মীদের সাথে পৌর প্রশাসক দীপেন্দ্র নারায়ণ রায়ের ধস্তাধস্তি। তমলুকের বড়বাজারে উত্তেজনা। তমলুক মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। দীর্ঘদিন ধরে তাম্রলিপ্ত পৌরসভার সাফাই কর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পৌরসভার প্রশাসকের কাছে আবেদন করে আসছিল। গত কয়েকদিন ধরে পৌর এলাকার সাফাই কর্মীরা কাজ করছিল না। ফলে পৌরসভা এলাকায় বাড়ি বাড়ি নোংরা এবং জঞ্জাল তুলতে যায়নি সাফাই কর্মীরা। অন্যদিকে এলাকায় এলাকায় যেসব নোংরা জঞ্জাল পড়ে থাকে সেগুলো গত কয়েকদিন ধরে পড়েছিল। শুক্রবার সকালে তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক দীপেন্দ্র নারায়ণ রায় সহ বিভিন্ন ও ওয়ার্ডের কো-অর্ডিনেটরা উপস্থিত হয় নোংরা এবং জঞ্জাল তোলার জন্য। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় সাফাই কর্মীরা। নোংরা এবং জঞ্জাল তুলতে বাধা দেয় সাফাই কর্মীরা। দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে তমলুক মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস, তমলুক থানার আইসি সমিত ভট্টাচার্য সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ। পরে পৌর প্রশাসক দীপেন্দ্র নারায়ন রায় নিজেই নোংরা তুলতে শুরু করে গাড়িতে। এই মুহূর্তে তমলুক বড় বাজার এলাকায় উত্তেজনা রয়েছে।