Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম - লাবণ্য কলমে - ঝুমা মল্লিক২২।৪।২০২১
“হে মোর বন্যা তুমি অনন্যাআপন স্বরুপে আপনি ধন্যা”
তুমি ছিলেনা সাধারণ ।অসাধারণ ছিল তোমার জীবন-যাপন ।মায়ের আঁচলের সুখ ছিলনা,ছিল বাবার স্নেহ ।বইয়ের পাতায় পেয়েছিল পূর্ণতা।পাহাড় কিনেছিল,এঁকে…

 


শিরোনাম - লাবণ্য 

কলমে - ঝুমা মল্লিক

২২।৪।২০২১


“হে মোর বন্যা তুমি অনন্যা

আপন স্বরুপে আপনি ধন্যা”


তুমি ছিলেনা সাধারণ ।

অসাধারণ ছিল তোমার জীবন-যাপন ।

মায়ের আঁচলের সুখ ছিলনা,

ছিল বাবার স্নেহ ।

বইয়ের পাতায় পেয়েছিল পূর্ণতা।

পাহাড় কিনেছিল,এঁকেছিল স্বপ্ন ।

স্বার্থক ছিল তার বাস্তববাদী রুপ ।

 সে দীঘির জলের মতো শান্ত স্নিগ্ধ ছিল ।

পাহাড়ের চূড়ায় স্বপ্নেরা ভিড় করে।

প্রেমিকের কথায় ভর করে জীবন চলেনা ।

টানা কাজল চোখে সাগরের বলিরেখা।

আপন কে ছিল ,হয়নি দেখা ।

শ্যামলা মেয়ের সাধ ছিল ।

ললাটে সুখ ছিল ?


লাবণ্যের প্রেমে রঙ ছিলনা।

বরং ছিল অনুভূতি আড়াল করে বয়ে যাওয়া।

ভালোবাসার গল্প লিখে যাওয়া ।

ভালোবাসা তো দেখাবার জিনিস নয়,

অন্তর থেকে অন্তরে আকুতি নিয়ে পৌছে যাওয়া ।


বিপ্লব নয় বরং

বিদায় পত্র রেখেছিল যত্নে ।