Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বয়ালে জখম ব্যাক্তির মৃত্যু, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

বিজেপির হামলায় মৃত্যু হল নন্দীগ্রাম বয়াল-২ গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের রবীন্দ্রনাথ মান্নার।


নন্দীগ্রামের বয়াল-২ গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে বিজেপির হামলায় জখম তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মান্নার মৃত্যু হয় শুক্রবার ভোর…

 

বিজেপির হামলায় মৃত্যু হল নন্দীগ্রাম বয়াল-২ গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের রবীন্দ্রনাথ মান্নার।




নন্দীগ্রামের বয়াল-২ গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে বিজেপির হামলায় জখম তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মান্নার মৃত্যু হয় শুক্রবার ভোরে। গত ২৭মার্চ রবীন্দ্রনাথবাবু সহ তিনজন তৃণমূল কর্মীর উপর হামলা চালায় বিজেপি। তারপর থেকেই রবীন্দ্রনাথবাবু এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার ভোর সাড়ে চারটা নাগাদ মারা যান। রবীন্দ্রনাথ মান্নার বাড়িতে বিজেপির লোকজন হামলা চালায়। রবীন্দ্রনাথ  থানায় অভিযোগ দায়ের করে যাওয়ার পথেই বাঁশ, রড প্রভৃতি নিয়ে আক্রমণ চালানো হয়েছিল। তৃণমূলের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র এসএসকেএমে যাচ্ছেন। 


বিকালে নন্দীগ্রামের বয়াল-২গ্রাম পঞ্চায়েতের বলরামপুরের বাড়িতে দেহ আনা হবে। উল্লেখ্য গত 30 শে মার্চ নির্বাচনী প্রচার শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ মান্নার বাড়িতে গিয়েছিলেন পরিবারের সাথে দেখা করতে। পরিবারকে আশ্বাস দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকার জন্য।