Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

।।আলোর দিশারী মীনাক্ষীকে।।     -- স্বপন সমাদ্দার
তোমার লড়াই সত্যের পথে পথে,তোমার লড়াই শত্রুর মুখোমুখি,তোমার টানেই আলোর সপ্তরথেনতুন ভোরের সূর্য দিচ্ছে উঁকি।
আমি ঘরছাড়া পথিক,তোমার পথের,প্রকাশিত হোক তোমার অমলদ‍্যুতি।তোমাকেই আলো মেনেছি…

 


।।আলোর দিশারী মীনাক্ষীকে।।

     -- স্বপন সমাদ্দার


তোমার লড়াই সত্যের পথে পথে,

তোমার লড়াই শত্রুর মুখোমুখি,

তোমার টানেই আলোর সপ্তরথে

নতুন ভোরের সূর্য দিচ্ছে উঁকি।


আমি ঘরছাড়া পথিক,তোমার পথের,

প্রকাশিত হোক তোমার অমলদ‍্যুতি।

তোমাকেই আলো মেনেছি,ভবিষ্যতের

আমাদের পথে নেই কোনো বিচ‍্যুতি।


আমরা এখানে প্রায় একযুগ ধরে

আগলে রয়েছি গণতন্ত্রের শব,

সে বেঁচে উঠলে আগামী অমল ভোরে

তোমার আলোয় আলোকিত হব সব।


"দিগন্তে কারা আমাদের সাড়া পেয়ে,

সাতটি রঙের ঘোড়ায় চাপিয়ে জিন;

তুমি আলো,আমি আঁধারের আল বেয়ে

আনতে চলেছি লাল টুকটুকে দিন।"