Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ-কবিতাশিরোনাম-মাপকাঠিকলমে-সোমা কোলেতারিখ-০১|০৪|২০২১
কত সহজেই আমার বিচার হয়ে গেল। তোমার মাপকাঠিতে আমি,সেই চূড়ান্ত সীমা ছুঁতে পারি নি।এক তরফা ভাবনায় আমি আজদূরের থেকেও অনেক দূরে।আর মাঝে কয়েক যোজন অতিক্রম না হওয়া পথ।আমার মন খ…

 


বিভাগ-কবিতা

শিরোনাম-মাপকাঠি

কলমে-সোমা কোলে

তারিখ-০১|০৪|২০২১


কত সহজেই আমার বিচার হয়ে গেল। 

তোমার মাপকাঠিতে আমি,

সেই চূড়ান্ত সীমা ছুঁতে পারি নি।

এক তরফা ভাবনায় আমি আজ

দূরের থেকেও অনেক দূরে।

আর মাঝে কয়েক যোজন 

অতিক্রম না হওয়া পথ।

আমার মন খারাপি'রা ,

তোমার বন্ধ দরজার ওপারেই রয়ে গেছে।

তাদের খবর আর কেউ নেয় নি।

তোমার নাগাল ছুঁতে চাওয়ার ইচ্ছা নিয়ে

অনন্ত প্রতীক্ষায় দিন কাটুক আমার। 

দিকভ্রান্ত অন্ধকারে তোমার লাইট হাউসের 

একবিন্দু আলোয় আমিও আলোকিত হই।

আমি স্বার্থপর ।

আমি আত্মকেন্দ্রিক।

তবুও যখনই নত মস্তক 

প্রার্থনা শুধু এই------

ভালো থাকুক সবাই

সবার ভালো হোক।।

==================