Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতাতোমায় ঘিরে আলোর রূপকথাকৌশিক ভট্টাচার্য্য31.03.2021---পাতার ফাঁকে আমরা যে শুনি আলোর কথা।তেমনি করে তোমায় ঘিরে আলোর রূপকথা।আলো করে গান তোমার চোখে,মুখে,গলায়,গালে।তোমার রূপের মধু আমার বুকে যে তুফান তোলে।হেরি আলোর ফুলকি কিংবা উষার…

 


কবিতা

তোমায় ঘিরে আলোর রূপকথা

কৌশিক ভট্টাচার্য্য

31.03.2021

---

পাতার ফাঁকে আমরা যে শুনি আলোর কথা।

তেমনি করে তোমায় ঘিরে আলোর রূপকথা।

আলো করে গান তোমার চোখে,মুখে,গলায়,গালে।

তোমার রূপের মধু আমার বুকে যে তুফান তোলে।হেরি আলোর ফুলকি কিংবা উষার আভাস যেন!

আমিই তোমার আসল আমি,রবির কিরণ হেন!

আলো খেলে বেড়ায় তোমার কাজলকালো কেশে,

মনে তো হয় -ভোর হয়েছে আঁধার রাতের দেশে।

তোমার নাকে আলো পড়ে,এ কেমন বিস্ময়?

কত কথার বৃষ্টি ঝরে,কত কথা যে সেথা হারায়!

আলো তোমার প্রতি আঙুলে রক্তিম আভা জাগায়!

চোখের নেশা আর ভালোবাসা মিলে মিশে এক হয়!

আঁচল সরে,তোমার  বুকে পড়ে আলোর লেখা!

তব দেহদেহলীর অভ্রচুড়া সেথায় যে যায় দেখা।

কটিতটে আলোর স্বর্ণরাশি জাগায় স্পর্শের শিহরণ!

তব অভিনব রূপ যে খোলে,দেখি স্বর্ণের বিস্ফোরণ!

তোমার পায়ে আলো দেয় যে পা,ফোটে স্বর্ণ শতদল।

তোমার হাসি আর সুরভি আলোয় করে ঝলমল!