Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উত্তর কলকাতায় পায়ে হেঁটে জনসংযোগ শশী পাঁজার

সোমনাথ মুখোপাধ্যায় , কলকাতাপায়ে হেঁটে জনসংযোগের কাজ শুরু করে দিয়েছেন উত্তর কলকাতার ১৬৬ শ্যামপুকুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার শশী পাঁজা। প্রবল গরম উপেক্ষা করেও আজ গুড ফ্রাইডের ছুটির দিনে ২৬নং ওয়ার্ডে দলীয় কর্মী সমর্…

 


সোমনাথ মুখোপাধ্যায় , কলকাতা

পায়ে হেঁটে জনসংযোগের কাজ শুরু করে দিয়েছেন উত্তর কলকাতার ১৬৬ শ্যামপুকুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার শশী পাঁজা। প্রবল গরম উপেক্ষা করেও আজ গুড ফ্রাইডের ছুটির দিনে ২৬নং ওয়ার্ডে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে বেরিয়েছেন তিনি।


এবারের বিধানসভা নির্বাচন মোট আটটি পর্যায়ে। দুটি পর্যায়ের নির্বাচন প্রক্রিয়া শেষ। শ্যামপুকুরে ভোট শেষ পর্যায়ে, ২৯শে এপ্রিল। কিন্তু প্রচারে কোনোরকম ঘাটতি রাখতে চাইছেন না প্রাক্তন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। উত্তর কলকাতার গিরিশ পার্ক, বিবেকানন্দ রোড, সিমলা স্ট্রিট, মধু রায় লেনের অলি গলি চষে ফেলছেন প্রয়াত মন্ত্রী অজিত পাঁজার পুত্রবধূ। বাঙালি অবাঙালি নির্বিশেষে পৌঁছে যাচ্ছেন প্রতিটি বাড়ি। 


প্রাক্তন কাউন্সিলর ও মেয়র পারিষদ ছিলেন শশী পাঁজা। তাঁর ওয়ার্ডে উন্নয়নের কাজ হয়েছে যথেষ্ট। বিধায়ক থাকাকালীন সাম্প্রতিক ঘটে যাওয়া বাগবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, ছাত্র ছাত্রীদের পাঠ্য পুস্তক বিতরণ, বার্ধক্য ও বিধবা ভাতা প্রভৃতি জনমুখী পরিষেবা পৌঁছে দিয়েছেন। নাগরিক সমস্যার সমাধান করেছেন দ্রুত। মমতা ব্যানার্জির নেতৃত্বে সার্বিক উন্নয়ন ও নাগরিক পরিষেবার খতিয়ান তুলে ধরছেন। ভোট চাইছেন মানুষের কাছে। দৃশ্যত মানুষ খুশি। 


শশী পাঁজার বিপরীতে লড়ছেন সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্ট প্রার্থী জীবনকৃষ্ণ সাহা। আছেন বিজেপি প্রার্থী সন্দীপন বিশ্বাস। তুলনায় তাঁদের নির্বাচনী প্রচার সেভাবে চোখে পড়ছে না! মানুষ তাঁকে আবার বিধানসভায় পাঠাবেন। জেতার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ডাক্তার শশী পাঁজা।