Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

।। সুনির্মল বসুর কবিতা।।।। ম্যাজিক ওয়ালা।।
তখন ভোরের তরুণ আলো জানালার ওপারে, তখন ভোরের শিশির পল্লবিত সবুজ ঘাসে ঘাসে,তাতাইয়ের জানালার ওপারে শিরিষ গাছের ডালে হলুদ পাখি এসে বসেছে, এত সুন্দর পাখি তাতাই আগে কখনো দেখেনি,তাতাই বলল, হলু…

 


।। সুনির্মল বসুর কবিতা।।

।। ম্যাজিক ওয়ালা।।


তখন ভোরের তরুণ আলো জানালার ওপারে,

 তখন ভোরের শিশির পল্লবিত সবুজ ঘাসে ঘাসে,

তাতাইয়ের জানালার ওপারে শিরিষ গাছের ডালে হলুদ পাখি এসে বসেছে, এত সুন্দর পাখি তাতাই আগে কখনো দেখেনি,

তাতাই বলল, হলুদ পাখি, হলুদ পাখি, কোথায় তোমার বাড়ি,

দূর পাহাড়ে, সবুজের সীমানায়। তুমি যাবে,

আমার তো স্কুল, হোম ওয়ার্ক, ছুটি নেই।

সে কি তোমার কোনো নিজস্ব আকাশ নেই,

নাতো,

বেশ, তুমি মন দিয়ে পড়াশুনা করো, আমি তোমাকে একদিন এসে পাহাড়ের দেশে নিয়ে যাবো,

কি করে বুঝবো, কবে তুমি আসবে,

তোমাকে একটা হলুদ পালক দিয়ে যাচ্ছি আমার, এই পালক টা ছুঁলেই আমি এসে পড়বো,

সকালের তরুণ রৌদ্রে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ছিল পৃথা, নীল সমুদ্রে দূরে সাম্পান ভেসে যাচ্ছিল,

পৃথা চেঁচিয়ে বলল, ও সাম্পান ভাই, তোমার সাম্পানে আমাকে নিয়ে যাবে,

কোথায় যাবে,

দূর অজানায়,

অপেক্ষায় থাকো, আসবো একদিন,

কবে সেটা,

যখন কৃষ্ণচূড়ার গাছে রং ধরবে,

তাতাই পৃথা একসঙ্গে বলে উঠল, আমরা আর কতকাল অপেক্ষা করব,

সবুরে মেওয়া ফলে,

তাই,

অপেক্ষার কোনো বিকল্প নেই,

তার মানে,

বারবার চাইতে চাইতে আলোকবর্ষের ওপারে যেদিন এই ডাক গিয়ে পৌঁছাবে, সেদিন ইচ্ছে পূরণ হবে,

কে ইচ্ছা পূরণ করবেন,

সেই অলৌকিক ম্যাজিক ওয়ালা,

তিনি কোথায় থাকেন,

সর্বত্র,

বুঝলাম না,

সবার মনের ভিতর থাকেন,

কে তিনি,

ঈশ্বর, তার ইচ্ছে হলে মানুষের ইচ্ছে পূরণ হয়,

তাহলে,

চাওয়াটা যেন খাঁটি হয়,

আর,

নিবিড় পরিশ্রম,

বুঝেছি,

সময় সারণী পেরিয়ে তিনি আসেন,

এখন অপেক্ষার সময়,

ম্যাজিক ওয়ালার জন্য,

ঈশ্বরের জন্য।