Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#শিরোনাম:স্বর্গ থেকে অনেক দূরে আছি#কলমে-বন্দনা পাত্র তারিখ:২১|০৪|২০২১
মৌরীফুলের গন্ধে নাসারন্ধ্র ঘ্রাণ নেয় কিছুক্ষণের জন্য, এবারে ফাল্গুনের বসন্ত রোদ্দুর বড্ড ম্লান ছিল,লকডাউন ছিল না।পরাধীন বাতাস পুরুষ শাসন অনিয়মিত চোখ, মৃত্যুর শম…

 


#শিরোনাম:স্বর্গ থেকে অনেক দূরে আছি

#কলমে-বন্দনা পাত্র 

তারিখ:২১|০৪|২০২১


মৌরীফুলের গন্ধে নাসারন্ধ্র ঘ্রাণ নেয় 

কিছুক্ষণের জন্য, 

এবারে ফাল্গুনের বসন্ত রোদ্দুর বড্ড 

ম্লান ছিল,লকডাউন ছিল না।

পরাধীন বাতাস পুরুষ শাসন 

অনিয়মিত চোখ, মৃত্যুর শমন 

মনে করায় স্বর্গ থেকে অনেক দূরে আছি। 

নির্যাতক সূর্যটা ছাদের নীচেও 

দম বন্ধ করে দেয়, 

মধ্য রাতে ঘর্মাক্ত দেহ ইলেকট্রিক 

বাতাস খোঁজে---

দৈনন্দিন বাতাস রৌদ্রের পীড়নে 

গরম হয়, তবু বিষবাষ্প যায় না। 

টুকরো টুকরো খুশির আড়শিতে 

সামান্য বিলাসিতা, সুখে থাকা, 

স্বর্গীয় সুখের ছিটেফোঁটা টুকু নেই 

বাইরের জন কল্লোল থমকে গেছে 

পুরোনো স্লোগান বিষন্নতায় মুখ ঢেকেছে। 

কিছু শব্দ খেটে চলেছে দুবেলা 

ভোরের মাছ ধরা সারেঙ জালে 

দুপুর নিদাঘে ধুঁকছে---,

প্রিয়ার কলম খুঁজে চলে স্বাধীন 

ভালোবাসা গৃহস্থে লেপ্টে থাকা 

মন কবিতায় নিজেকে উজাড় করে।