Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#বিভাগ_কবিতা লাবণ্যে পূর্ণপ্রাণ 
সীমা রাহা
অমিত.........আমাদের ভালবাসার গল্প কালোত্তীর্ণ হয়েছেকেন জান?কারণ শেষের কবিতার পাতায় কবি আপন মানসপটে নিজেকে সাজিয়েছেন,তোমার অন্তরালে।সব প্রেম যে প্রাপ্তির তরে নয়।তাই আমার ভালবাসায় রঙিন তুমি …

 



#বিভাগ_কবিতা 

লাবণ্যে পূর্ণপ্রাণ 


সীমা রাহা


অমিত.........

আমাদের ভালবাসার গল্প কালোত্তীর্ণ হয়েছে

কেন জান?

কারণ শেষের কবিতার পাতায় কবি আপন মানসপটে 

নিজেকে সাজিয়েছেন,তোমার অন্তরালে।

সব প্রেম যে প্রাপ্তির তরে নয়।

তাই আমার ভালবাসায় রঙিন তুমি 

যখন কেতকীকে পরান আংটি খুলে আমার আঙুলে পরিয়ে দাও,

আমার বিবমিষা জাগে......অন্তরের কোনো এক অন্তস্তলে। 

তোমার চাওয়া সেই দীঘি হয়েই থাকি না আমি

যেথায় নিত্য তোমার মন সাঁতার কাটবে।

কেতকীকে তুমি সুখে রেখো প্রিয়,

ও যে তোমার জীবন-সংসারে ভরে রাখা এক ঘড়া জল।

তোমার নিত্যিদিনের হিসেব খাতার আয়-ব্যয়ের চিত্রপট।

আমি যে খোলা আকাশের সেই বিহঙ্গ

যাকে জোর পূর্বক বাঁধতে চেয়েছে তোমার অনুসন্ধিৎসু মন।

কিন্তু আমি নারী,রূপসী,সুযোগ্যা, মায়াময়ী

কিন্তু প্রকৃতির স্নিগ্ধতা ছুঁয়ে থাকে আমার তনু-মন।

তাই সারা শিলং এর প্রাকৃতিক রূপ তোমার চোখে

ম্লান হয়ে যায় আমার উপস্থিতিতে।

কিন্তু পুরুষ চরিত্রের দৃঢ়তা আমার প্রবল কাঙ্ক্ষিত। 

হে প্রিয়, তুমি আমার চোখে অনন্তকাল শেষের কবিতা হয়েই ধরা দিও।

আমি চাইনি তোমায় একান্ত নিজের করে পেতে

বুঝলে মানবী মন, এর যুক্তিও ঠিক খুঁজে নিতে......

শেষে কবিরে করি ধার দুকলি যাই আমি বলি....

হে ঐশ্বর্যবান,

তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান।

গ্রহণ করেছ যতো ঋণী ততো করেছ আমায়,

হে বন্ধু বিদায়..........!!