Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা /১৪-০৪-২০২১ ৷শিরোনাম ঃ অনন্য তোমাকে ৷সৃজনে ঃ গোপেশ রায় ৷
তোমাকে না ছুঁয়েই বিশ্বদর্শনের আশায় ছিলাম এতোটাকাল, নিমগ্ন অনাহার সময়তো সময়েই কথা বলে তাই বড় সাধ'একবার তোমায় দেখি ' !
সব মান্ধাতা ধ্যান ধারণা জলে ফেলে কেটে দ…

 


কবিতা /১৪-০৪-২০২১ ৷

শিরোনাম ঃ অনন্য তোমাকে ৷

সৃজনে ঃ গোপেশ রায় ৷


তোমাকে না ছুঁয়েই বিশ্বদর্শনের আশায় ছিলাম 

এতোটাকাল, নিমগ্ন অনাহার 

সময়তো সময়েই কথা বলে তাই বড় সাধ

'একবার তোমায় দেখি ' !


সব মান্ধাতা ধ্যান ধারণা জলে ফেলে 

কেটে দিই কৃত্রিম বোরবাঁধ

হয়ে যাক জল চলাচল ফসলের মাঠ ৷


প্রেমতো জীবনমুখি , দেহ ঘেরা

দেহান্তর দুটোইতো আছে পাশাপাশি 

শুধু স্পর্শকালে সবতো লোপাট 

ইহলোক পরলোক ...


সব তত্ত্বকথা একাকার নিত্য পরমায় 

ঢেউনাচ চলে নদীপথে ভাসে দেখি 

পূজো সারা ফুল বেলপাতা ৷


অযোনিসম্ভবা কিছু অরক্ষিত মেঘ

ঝরায় অসময়ে বৃষ্টি বাদল —, 

অগ্নিশিখা অশনি চমকায় , বুক দুরুদুরু

দেহের ভেতর ছলকায় নদীজল !


অনন্যা, তুমি আসলেও নদী ভাসে, না আসলেও মন ভাসে !


©গোপেশ রায় ৷ মেদিনীপুর ৷ প.ব৷ ভারতবর্ষ ৷

১৪-০৪-২০২১|