Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

মুহূর্ত====আমারও তো ইচ্ছেসমুদ্র ছুঁয়ে হেঁটে যাই ভোর মাখা পূর্বাচলের দিকে,লেবুর কোয়ার মতোএকটা একটা করে রং ছড়িয়ে পড়ুকসারা আকাশ জুড়ে,জাফরান লাল গোলাপী বেগুনী।হেঁটে যাই ততক্ষণযতক্ষণ না সূর্যশৈশব থেকে যৌবনে পা রাখছে!সাথী থাকিস …



 মুহূর্ত

====

আমারও তো ইচ্ছে

সমুদ্র ছুঁয়ে হেঁটে যাই 

ভোর মাখা পূর্বাচলের দিকে,

লেবুর কোয়ার মতো

একটা একটা করে রং ছড়িয়ে পড়ুক

সারা আকাশ জুড়ে,

জাফরান লাল গোলাপী বেগুনী।

হেঁটে যাই ততক্ষণ

যতক্ষণ না সূর্য

শৈশব থেকে যৌবনে পা রাখছে!

সাথী থাকিস তুই

একদম চুপটি করে,

শুধু হাতটা ধরে রেখে!


আবার কখনো ইচ্ছে

চাঁদ ভাসা রাতে

উত্তাল ঢেউ দেখি

তোর কাঁধে মাথা রেখে!

নৈঃশব্দ কথা বলুক আমাদের হয়ে,

ভেজা বাতাস আদর করুক

আর সময় বয়ে যাক

নিজের মতো।


কখনো...

বৃষ্টি ছুঁয়ে যাক  চোখের পাতা,

জড়িয়ে ধরুক 

এলোমেলো ঝোড়ো হাওয়া,

উড়ে আসুক কৃষ্ণচূড়ার লাল,

মাটি মাখুক সবুজ সতেজ ঘাস!

তখন যদি কানেকানে

বলিস কোনো কথা

বাধা দেবোনা আর!

মুহূর্তটা মুঠোয় ধরে রাখতে

একটু সবুর কর...


দেবযানী

14/4/21