Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সংক্রান্তি মালবিকা মজুমদার --------------------------------
হয়তো অনেক কিছুই লিখতে পারতাম তোকে নিয়ে ,পুরনো আবদারে সংক্রান্তি লেগেছে।সে সব যে অক্ষর অপচয় একটু একটু করে বুঝেছি ।দিস্তা দিস্তা সাদা পৃষ্ঠা ছিঁড়ে একটা অক্ষর লিখেই অশ্রদ্ধ…

 


সংক্রান্তি 

মালবিকা মজুমদার 

--------------------------------


হয়তো অনেক কিছুই লিখতে পারতাম তোকে নিয়ে ,

পুরনো আবদারে সংক্রান্তি লেগেছে।

সে সব যে অক্ষর অপচয় একটু একটু করে বুঝেছি ।

দিস্তা দিস্তা সাদা পৃষ্ঠা ছিঁড়ে একটা অক্ষর লিখেই অশ্রদ্ধায়

ছুঁড়ে ফেলেছি কতবার । 


বিকল্প বা প্রতিরূপের অপেক্ষায় নিউন জ্বেলে বসে থাকে মৌসুমী বাতাস সারারাত। 


আবেগের দুকলমে মন টা গলিয়ে দিয়েছিলো।

ভুল, সব ভুলের কারসাজিতে।

তোর হাতের লেখা যেমনই হোক,ভাব টা বুঝেই আশ্বস্ত হয়েছিলাম।

তখন ভালো মন্দ কিছুই ভাবিনি ।


কিছুদিন ,হটাৎ হটাৎ কেমন শীতলতা ঘিরে ধরে আর আকর্ষণের জীবানু থেকে থেকে হঠাৎ করেই বেড়ে ওঠে ।


এখন চৈত্রের উষ্ণতা মেখে পড়ে আছি , অজুহাতের দিঘিতে সাঁতার দিস তুই।


শ্যওলার মতো সংকীর্ণ মন নিয়ে ..

সামান্য শিশিরে দিয়ে প্রতিদান বা প্রত্যাশার সারিতে আমি দাঁড়াই না।


ছেলেবেলার খেলনা বাটির 

পাতার লুচি আর পাথরকুচি 

না হয় নেহাত অবোধ মনের ঘরকন্না খেলা হয়েই থেকে যাবে। 

                                   

প্রথম বারেই ...

যদি সরে যেতাম এমন ভাবে ভাবনার ডিগ্রি জ্বরে পুড়তাম না।


 স্পর্শের প্রথম নিকোটিনের জড়িয়ে আদর সারাটা গায়ে ধুলোর মতোই অবাঞ্ছিত বলে ঝেড়ে ফেলতাম।

কিন্তু ....

আবার লেপ্টে ছিল তোর জাফরান ঘ্রাণ...

জানি, তোর কাছে এসব ভীষণ রকম অবান্তর 

বিচ্ছিন্ন রাজ্যপাটে অভ্যস্ত তুই,বেয়াড়া অভিমান। 


তোর খেয়াল খুশির ইচ্ছেতে ভাসছি না আর ,

এসব দুদিনের ভালো লাগা এমনিই হয়,

ভাইরাল ফিভার, দুদিনেই সেরে ওঠে তোর।

যারা হৃদয়ে গেঁথে রাখে কথা অন্তমিল খুঁজে ফেরে , তাদের প্রতিবার এমনি করেই ছন্দপতন হয় ।


সংক্রান্তির শেষ দিগন্তরেখাতে যা ছিল পিছুটান 

সব ভাসিয়ে দিলাম।