Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গণনা কেন্দ্রে ঢুকতে লাগবে করোণা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট

গণনা কেন্দ্রে ঢুকতে লাগবে করোণা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট। পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হয়েছে করোনা পরীক্ষার তোড়জোড়।
বিধানসভা নির্বাচনের ভোট গণনা কেন্দ্রে করোনা সতর্কতা বিধি মেনে চলার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গণনা কেন…

 


গণনা কেন্দ্রে ঢুকতে লাগবে করোণা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট। পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হয়েছে করোনা পরীক্ষার তোড়জোড়।


বিধানসভা নির্বাচনের ভোট গণনা কেন্দ্রে করোনা সতর্কতা বিধি মেনে চলার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গণনা কেন্দ্রে প্রার্থী ও তার কাউন্টিং এজেন্ট দের ঢোকার জন্য করনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখানো বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। সেইমতো শুক্রবার রেপিড পরীক্ষা করতে তোড়জোড় শুরু করে দিয়েছে সব রাজনৈতিক শিবির। প্রার্থী এবং রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্ট দের করোনা পরীক্ষা শুরু হয়েছে শুক্রবার থেকে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সংশ্লিষ্ট এই পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয়েছে। শুধু কাউন্টিং এজেন্ট বা প্রার্থী নয়, সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট নিয়ে গণনা কেন্দ্রে ঢুকতে হবে। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন। তমলুক বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিআইয়ের গৌতম পন্ডা শুক্রবার তমলুক ব্লকের অনন্তপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করোনার পরীক্ষা করতে দেখা গেল। করোণা পরীক্ষার জন্য শুক্রবার থেকে জেলার সমস্ত বিধানসভা কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তৎপরতা দেখা গিয়েছে। এবারের বিধানসভা নির্বাচনের গণনা কেন্দ্রে ঢোকা থেকে শুরু করে শেষ পর্যন্ত করোনার বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন।