Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

না....অঞ্জনা
প্রযুক্তিতিতে নব শিক্ষা ;নার্সারী মিস ভুল শেখালোসৌজন্য রাখতে হয়... সুপ্রভাতে প্রতুত্তর গেলো |মন্তব্যে ধন্যবাদ জ্ঞাপন, নৈব চ অম্লান বন্ধুত্ব রাখতে হয় সারাজীবন, বিশ্বাস আর ভরসায়'মোরাল সাইন্স '-নীতি বিজ্…

 


না....

অঞ্জনা


প্রযুক্তিতিতে নব শিক্ষা ;নার্সারী মিস ভুল শেখালো

সৌজন্য রাখতে হয়... সুপ্রভাতে প্রতুত্তর গেলো |

মন্তব্যে ধন্যবাদ জ্ঞাপন, নৈব চ অম্লান 

বন্ধুত্ব রাখতে হয় সারাজীবন, বিশ্বাস আর ভরসায়

'মোরাল সাইন্স '-নীতি বিজ্ঞান,

 মূল্যবোধ ধমনীতে কি যেন এক শিক্ষা চলমান ---


সবুজ আলোয় ধন্দ লাগে ;সব কেমন গোলোকধাঁধায় |

গোপন বাক্স শুভেচ্ছা বার্তা যে প্রেম প্রস্তাবের দোর খোলায়...;

ভদ্র সেজে সাদা চুলে, শুধু একা আমায় নয়

 অনেককেই গোপন কামনা , প্রাথমিকে শুভেচ্ছায় |

তারা এখনও বন্ধু হয়ে, রাখেন তারা শ্রদ্ধাতে, 

থাকে তারা বন্ধু নামক খোলা দরজায় প্রকাশ্যে 

অবাক পৃথিবী অবাক করলে আমায়, এমন তরো অঙ্ক কোষে |

বলে বেয়াদপ চুপ করো... প্রতিবাদ করতে নেই 

করলেই কলঙ্ক ; পোষ্টে,---মহিলারাও টানে যে খেই |


গোপন বাক্সে কথা নয় আর... ভুলে যাও সৌজন্যতা___

বড়ো বড়ো মন্তব্যে বড়োজোর লাইক ইমোজি, চরিত্রে রেখো না ভদ্রতা |

আর দাদাভাইয়ের মিষ্টি বোন সেজে যদি থাকতে পারো,

বা রেঁস্তোরায় যেতে সুখ দিতে, তোমার বাজিমাত, অক্ষত |

কাব্যে হবে নাম, বদনাম নয় ;পাবে যে সনদ অনুপ্রেরণা হয়ে সারাজীবন, পর্দা কত...দেখা হৃদ |


কলমে আবার স্বাধীনতা?.. হবে তসলিমা নাসরিন

দেশ থেকে নয় , কাব্যিক ঠেক থেকে মাথায় নিয়ে অপবাদ, বাজায় বীণ...

ইনি কীট... ইনি প্রশ্রয় দেন... ইনি সহ্য করেন না

ইনি আঙ্গুল উঁচিয়ে ছোঁড়েন কস্তুরী বান,ইনি হতে সাবধান |

সাদা চুলে অক্ষত ভ্রষ্ট সমাজ... কলম কালিমা লিপ্ত

এ কোন শিক্ষা পেলাম!

নার্সারি মিস , কোথায় আপনি? 

শিক্ষা আজ সব মিথ্যা প্রমান |

হারাই জ্ঞান |