Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

তারিখঃ-22/04/21কবিতাঃ-অদ্ভুত সময় কলমেঃ- পূর্ণ দে 
অদ্ভূত এক সময়ের মধ্যে চলছি আমরা তবু কারো নেই কোনো হুঁশ মাতালের মতো চলেছি হয়ে বেহুঁশ না-কোনো খাদ্যের দাবীতে নয়নয় কোনো বীভৎস ঘটনার জানাতে প্রতিবাদ রাস্তায় মেলা মানুষের ঢল।
যাদের মানুষ…

 


তারিখঃ-22/04/21

কবিতাঃ-অদ্ভুত সময় 

কলমেঃ- পূর্ণ দে 


অদ্ভূত এক সময়ের মধ্যে চলছি আমরা 

তবু কারো নেই কোনো হুঁশ 

মাতালের মতো চলেছি হয়ে বেহুঁশ 

না-কোনো খাদ্যের দাবীতে নয়

নয় কোনো বীভৎস ঘটনার জানাতে প্রতিবাদ 

রাস্তায় মেলা মানুষের ঢল।


যাদের মানুষকে করার কথা সচেতন 

তারাই দেখি মানুষকে ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে 

নিজেদের ক্ষমতা প্রদর্শনে আর ক্ষমতা দখলের আয়োজনে, 

এইসব অতি সাধারণ মানুষের জীবনের দাম

কোনো কালে ছিল না আর আজও নেই 

সমাজের তথাকথিত কিছু মানুষের কাছে। 


মানুষের মাঝে আজ কীসের এতো উল্লাস?

এতো মৃত্যুমিছিল দেখেও শিক্ষা হয়নি তার 

নাকি-মানুষের মন থেকে হারিয়ে গেছে 

নিজেদের ভালো-মন্দের বাছবিচার?


এইসব মানুষ কাকে করতে খুশি 

নিজেদের জীবনকে রাখছে এভাবে বাজি?

নাকি-কিছু স্বার্থানেষী মানুষের প্রবল চাপে

বাধ্য হয়েছে মানুষ বেরোতে ঢলাঢলি করে রাস্তায়?

যদি তাই হয়-এর নেই কি কোনো প্রতিকার?

একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বারবার?

           (  স্বত্ব সংরক্ষিত)