Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাকবিতাঃ-পূর্ণচ্ছেদকলমে-বিমান বিশ্বাসতারিখ:২২_০৪_২০২১
একটু দাড়ি,কমা,সেমিকোলন দিলেইজানো কি তুমি?পূর্ণতা পায় আমাদের অকৃত্রিম ভালোবাসা!
অথচ প্রনয়ের সুরটি বুঝতে না পেরেই,শুধু বেমানান ভাবনা গুলোর আনাগোনা দিনরাত্র…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

কবিতাঃ-পূর্ণচ্ছেদ

কলমে-বিমান বিশ্বাস

তারিখ:২২_০৪_২০২১


একটু দাড়ি,কমা,সেমিকোলন দিলেই

জানো কি তুমি?

পূর্ণতা পায় আমাদের অকৃত্রিম ভালোবাসা!


অথচ প্রনয়ের সুরটি বুঝতে না পেরেই,

শুধু বেমানান ভাবনা গুলোর আনাগোনা দিনরাত্রি।


আমার সর্বত্রই কেবল মনে হয়,

আমাদের ভালোবাসার অন্দর মহলে কিছু বেহায়া; লোভী; স্বার্থান্বেষী; ধূর্ত; ধান্দাবাজ লোককে স্থান দিয়েছ তুমি।


কখনো বা অবচেতনে ধরা পড়ে, দু'জনের মনের গভীরে ভুল ভাবনারা মাথাচাড়া দিচ্ছে প্রতিক্ষনে!

এসব কি তোমার ভুল নয়?

যাদের কথায় তোমার মনে সন্দেহের বীজ করেছ বপন।


বিশ্বাস করো প্রিয়তমা!

যতক্ষণ না সেই সব দুর্যোধনদের এবং নিজেদের ভুল ভাবনা গুলোকে শাস্তি দিতে পারছি,

আমার বিরাম নেই।


তবেই আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে পূর্ণচ্ছেদসম নিবিড় আলিঙ্গনে।


Copyright © All rights reserved to Biman Biswas