Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

.         
           •শেষ শঙ্খনাদ•                   অজয় কুমার দত্ত
একই সূর্য উঠবে দিনে একই চন্দ্র রাতেবসন্তসখা গান শোনাবে রোজের মতোই প্রাতে।পূর্ণিমা চাঁদ বিলোবে জ্যোৎস্না ঢাকবে কলঙ্কশুধু সব সুর থেমে গেছে আর বাজবে না শঙ্খ।
নব বৈশ…

 .         


           •শেষ শঙ্খনাদ•

                   অজয় কুমার দত্ত


একই সূর্য উঠবে দিনে একই চন্দ্র রাতে

বসন্তসখা গান শোনাবে রোজের মতোই প্রাতে।

পূর্ণিমা চাঁদ বিলোবে জ্যোৎস্না ঢাকবে কলঙ্ক

শুধু সব সুর থেমে গেছে আর বাজবে না শঙ্খ।


নব বৈশাখে বাতাস বহে ফুলের সুবাস নিয়ে

কেউ জানে না নৈর্ঋত কোণে আসছে আঁধি ঘনিয়ে

আঁধার এলো আচম্বিতে মিললো না চেনা অঙ্ক

খাতার পাতায় কবিতার দাগ আর কাটবে না শঙ্খ।


প্রবল বাতাসে এমনি হঠাৎ প্রদীপ নিভে যায়

শেষ শিখাতে কাঁপন লাগিয়ে আলো হয় আবছায়

ঘুমিয়ে পড়েছে মরমী কবি যেন অবসিত শশাঙ্ক

অসমাপ্ত কাব্যখাতায় আর আঁকবে না শঙ্খ।


©অজয়

২১-৪-২০২১