Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ : কবিতা শিরোনাম : বিস্মৃত প্রতিবাদ কলমে : রবীন্দ্র নাথ ঘোষ ১২.০৪.২০২১
অপরাধের পুনর্নির্মাণ শুধু দেখে যাই আত্মকেন্দ্রিকতার জ্বরে ভুগছি তো সবাই ,জেগে ওঠে তৎক্ষণাৎ নৃশংসতারবিরুদ্ধে প্রতিক্রিয়া,কেঁপে কেঁপে ওঠে প্রতিবাদের প্রতিচ…

 


বিভাগ : কবিতা 

শিরোনাম : বিস্মৃত প্রতিবাদ 

কলমে : রবীন্দ্র নাথ ঘোষ 

১২.০৪.২০২১


অপরাধের পুনর্নির্মাণ শুধু দেখে যাই 

আত্মকেন্দ্রিকতার জ্বরে ভুগছি তো সবাই ,

জেগে ওঠে তৎক্ষণাৎ নৃশংসতার

বিরুদ্ধে প্রতিক্রিয়া,

কেঁপে কেঁপে ওঠে প্রতিবাদের

 প্রতিচ্ছায়া,

রক্তে লাভার স্রোত,শিরার খিঁচুনি

বোধের কাঁপুনি, 

দু দিন না যেতেই শুকিয়ে কাঠ,

আবার যথারীতি আমাদের 

চিরাচরিত রাজ্যপাট, 

খুলবে কি কোনদিন মরচে পড়া

শুভবুদ্ধির লৌহ কপাট?


বিবেকের জড়ত্বে অসহ্য লাগে 

অন্তর্ঘাতের রহস্য পিছে ভাগে,

তবে আর নয় হয়েছে সময়

চেতনার পাথরে পেরেক ঠুকে 

স্নায়ুতন্ত্রে আগুন ধরিয়ে দেখতে চাই

কোন বিস্ফোরণ ঘটে কিনা,

রক্তক্ষরণ কিংবা তছনছ হয় হোক 

তবুও হৃদয়ের দ্বীপান্তর সহ্য হবে না।


নিরাপদ ভেবে কত দূরত্বে

নিজের গণ্ডি টানবে, 

তুমি কি কোনদিন বিস্ফোরণের 

ঝাঁকুনি সইতে পারবে ?