Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতার সুরে ...*****************
চলো না আবার নতুন করে          স্বপ্ন সাজাই তবে,তোমার হাতের রং তুলিতে          আমার সৃষ্টি হবে।।
চলো না আবার মাঝ নদীতে     উথাল পাথাল স্রোতে,ইচ্ছে হয় তো সকাল বিকাল     তোমারই গান হতে।।
চলো না আবার বি…

 


কবিতার সুরে ...

*****************


চলো না আবার নতুন করে

          স্বপ্ন সাজাই তবে,

তোমার হাতের রং তুলিতে

          আমার সৃষ্টি হবে।।


চলো না আবার মাঝ নদীতে

     উথাল পাথাল স্রোতে,

ইচ্ছে হয় তো সকাল বিকাল

     তোমারই গান হতে।।


চলো না আবার বিকেল ট্রেনের

     জানলা সিটে বসে,

চোখের ভাষায় রচি কাব্য

     তোমায় ভালোবেসে ।


চলো না আবার ঢেউ গুনি ওই

       বালুকা বেলায় বসে,

ঝিনুক দিয়ে মালা গেঁথে

      বসবে পাশে এসে ।।


অবাক চোখে দেখবো তোমায়

     স্বপ্ন ভরা আশায়,

রাগ অভিমান খুনসুটি আর

    প্রবল ভালোবাসায় ।।


আবেগ ভরে গান শোনাবার

       কথা রইলো তবে,

প্রতীক্ষাতে ই রইবো আমি

        সেদিন আসবে কবে?