Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাংলা বর্ষ বরন উৎসবে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হলো মেচেদার গুলুডিয়াতে

বাংলা বর্ষ বরন  উৎসবে  বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হলো মেচেদার গুলুডিয়াতে।

বাবলু বন্দ্যোপাধ্যায়       কোলাঘাট


সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে রাজনৈতিক চর্চা ,অন্যদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের ঊর্ধ্বমুখী আস্ফালন ,তারি মাঝে পূর্ব মেদ…

 


বাংলা বর্ষ বরন  উৎসবে  বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হলো মেচেদার গুলুডিয়াতে।



বাবলু বন্দ্যোপাধ্যায়       কোলাঘাট




সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে রাজনৈতিক চর্চা ,অন্যদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের ঊর্ধ্বমুখী আস্ফালন ,তারি মাঝে পূর্ব মেদিনীপুর জেলার   মেচেদার অদূরে গুলুডিয়া শীতলা মন্দির প্রাঙ্গনের বাংলার বর্ষবরণ উৎসব করোনা আবহের স্বাস্থ্যবিধি মেনে পালিত হল নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে।  আয়োজনে ছিল গুলুডিয়া গ্রাম উন্নয়ন  কমিটি।  গ্রামবাসীদের সার্বিক চেষ্টায় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সুকুমার মাইতি ,  সভাপতি  উমা  তুঙ্গ  ,শান্তিপুর 1 নম্বর অঞ্চলের প্রধান জনাব সেলিম আলী, শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মদক্ষ পঞ্চানন দাস, সমাজসেবী বিশ্বজিৎ জানা, লক্ষীকান্ত প্রামানিক, শান্তনু মন্ডল প্রমূখ। আবৃত্তি ,গান, নাচ, বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের গুরুত্বকে বাড়িয়ে তুলে উপস্থিত বক্তারা । বাংলার ঐতিহ্যকে বজায় রাখার জন্য সকল  বক্তা ঐক্যমত পোষণ করেন।গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয় ।অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন নৃপেন্দ্র কুমার রায় ।