Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#একটা_সাহসী-কামড়#প্রদীপ্ত_ব্যানার্জ্জী
আজকে যা ঘটলোআগে যা ঘটেছেপরে যা ঘটবেতার দায় বোধহয় অনেকটাই আমার
একটি মেয়ে সিলিং থেকে ঝুলে পড়লোএকটি ছেলে অনেকগুলো ঘুমের ওষুধ খেলোএকটা লোক এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায়লাইনের পাশে দাঁড়িয়ে রইলো একটি প…

 


#একটা_সাহসী-কামড়

#প্রদীপ্ত_ব্যানার্জ্জী


আজকে যা ঘটলো

আগে যা ঘটেছে

পরে যা ঘটবে

তার দায় বোধহয় অনেকটাই আমার


একটি মেয়ে সিলিং থেকে ঝুলে পড়লো

একটি ছেলে অনেকগুলো ঘুমের ওষুধ খেলো

একটা লোক এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায়

লাইনের পাশে দাঁড়িয়ে রইলো 

একটি পাখি তড়িৎস্পৃষ্ট হওয়ার জন্য বিদ্যুতের তার খুঁজলো....


এসব যখন ঘটছে...

তখন আমি একটি পোষা সারমেয় 

প্রভুর পায়ে পায়ে ঘুরছি

সারমেয় টা বোধহয় বেশী ভালো ভাষা হয়ে গেলো

কুকুর বললেই শুনতে ভালো লাগবে ....


প্রভু আমায় খেতে দেয়

থাকতে দেয়

ঘুমোতে দেয়

আর ইচ্ছেমতো লাথি মারে


আমি রাত জেগে পাহারা দিই

চোরের গন্ধ পেলে ঘেউ ঘেউ করি

প্রভু নিশ্চিন্তে ঘুমায়


যদিও প্রভুর চুরির ভয় নেই....

আমি পাহারা না দিলেও তার কিছু এসে যায় না 

তাকে চোর ডাকাত সবাই সমীহ করে

মাসোহারা দেয়....

সেই টাকায় আমারও খাবার আসে....

আমি খেয়ে দেয়ে পায়ে পায়ে ঘুরি

ঘেউ ঘেউ করি

লাথি খাই

আবার ডাকি


কিন্তু তাও.....

আজকে যা ঘটলো

আগে যা ঘটেছে

পরে যা ঘটবে

তার দায় কিছুটা হলেও আমার...


ওই মেয়েটা, ওই ছেলেটা, ওদের মতো লাখ লাখ

লোক যখন বাংলোর সামনে অধিকারের দাবিতে ভিড় করেছিলো 

তখনও আমি প্রভুর পায়ের কাছে বসে ল্যাজ নাড়ছি....

প্রভুর দলবলের তাড়া খেয়ে

লাঞ্ছিত , ধর্ষিত, অপমানিত হয়ে ওরা চলে যাওয়ার আগে

আমি যদি একবার প্রভুর বুকে চড়ে

চোখে চোখ রেখে গর্জন করতে পারতাম....


আসলে বংশপরম্পরায় আমরা যে প্রভুভক্ত

সেই ঐতিহ্য রাখতে গিয়ে আর গর্জন করা হলো না 


কিন্তু,আজকাল মনে হয়

মাঝে মাঝে সব ভুলে গিয়ে লাথির জবাবে 

কামড় দেওয়া উচিৎ.....

তাহলে সিলিংয়ে দোলনা ঝুলতো....

ঘুমের ওষুধ খেয়ে কেউ ইনসমনিয়ার হাত থেকে বাঁচতো....

লোকটা এক্সপ্রেস ট্রেনে চড়ে ভ্রমণে যেতো....

পাখিটা গাছের ডালে বসে শিস দিয়ে প্রেয়সীকে ডাকতো....


আমার একটা সাহসী কামড় 

অন্ততঃ একজনকেও হয়তো বাঁচাতে পারতো....

................................©.............................. প্রদীপ্ত