Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা বিভাগ~ কবিতা শিরোনামঃ~ একটা শুকনো গোলাপকলমেঃ~ তাপস কুমার বরতারিখ~ 20/04/2021°°°°°°°°°°° °°°✒°°° °°°°°°°°°°°°
একটা শুকনো গোলাপ হাতে নিয়ে,তোমার অপেক্ষায় প্রহর গুনেছি।এখনো গোলাপের পাঁপড়ি আমায় কাঁদায়,আমা…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 

বিভাগ~ কবিতা 

শিরোনামঃ~ একটা শুকনো গোলাপ

কলমেঃ~ তাপস কুমার বর

তারিখ~ 20/04/2021

°°°°°°°°°°° °°°✒°°° °°°°°°°°°°°°


একটা শুকনো গোলাপ হাতে নিয়ে,

তোমার অপেক্ষায় প্রহর গুনেছি।

এখনো গোলাপের পাঁপড়ি আমায় কাঁদায়,

আমার গরিব দামের অশ্রু বিন্দুতে।

কতবার গেছি ছুটে,

শুধু তোমার সীমানার সম্মুখে।

আজ স্মৃতি গুলো শুকনো গোলাপ হয়েছে,

আমার বেদনার শুকনো অন্ধকারে।

স্মৃতি গুলো জাগতে চায়,

তোমার ভোরের মিষ্টি সুবাসে।

আমি সবই ভুলতে চাই....

আমার স্মৃতির শুকনো গোলাপ সাজানো কবরে।

স্মৃতি গুলো আজ চোখের কোণে ঝাপসা হয়েছে,

বয়সটা আজ শুধু তোমার মৃত্যুর কোলে পড়ে আছে।

আমার বার্ধক্যের ওই অন্ধকারে...

কলম আর চলেনা ডায়েরিটা ধূলিতে পড়ে।

একদিন সেই ডায়েরির পাতা খুলে কেউ কি পড়বে?

আমার বেদনা আজ যৌবন থেকে বার্ধক্যে এসেছে।

চশমা ছাড়া পারিনা আর চলতে,

ডায়েরির পাতাতে হিজিবিজি কাটি বারে বারে।

আমার শূন্যতা চার দেওয়ালে কত আঁকিবুকির দীর্ঘশ্বাস ফেলে,

তোমার শূন্যতায় হয়তো আমার জীবন শুকনো গোলাপ হবে।

               °°°°°°°°°°°