শিরোনাম- অশনিসংকেতকলমে- শান্তনু দাস০৭/০৪/২০২১ইং
লোলুপ মসির বিষ ফসিলে- ছাইচাপা অঙ্গার, ফুলকি ছোঁয়া বাতাস জানে উত্তাপের পরিমাণ;কন্দরের হেমলকে- সুকৌশলী আবেগ সম্ভারখুঁজে নেয় চোরাপথ অনামুখো কোনো অভিধান।
অবিচারী হাতযশ বোনে যায় স্বার্…
শিরোনাম- অশনিসংকেত
কলমে- শান্তনু দাস
০৭/০৪/২০২১ইং
লোলুপ মসির বিষ ফসিলে- ছাইচাপা অঙ্গার,
ফুলকি ছোঁয়া বাতাস জানে উত্তাপের পরিমাণ;
কন্দরের হেমলকে- সুকৌশলী আবেগ সম্ভার
খুঁজে নেয় চোরাপথ অনামুখো কোনো অভিধান।
অবিচারী হাতযশ বোনে যায় স্বার্থের পাঁচালী-
কটাক্ষের শ্লোক স্রোতে বিমুগ্ধ পুণ্যার্থী'র গাহন,
গুনে যাওয়াই লক্ষ্য, জমা হলো কতো করতালি
দম্ভক কিরীট তাজে নব পালকে'র আবাহন।
নিরবধি বহমান কদর্য কামনা বেনোজলে-
মরসুমি স্ফীতি জাগে! কালির স্খলনে অবিরত,
নিকোনো উঠান বেয়ে বিষধারা রাজপথে চলে
ঘরে থাকে সমাদৃত স্বীয় স্বীয় দেবতা অক্ষত।
অমৃতের বিতরণে অপারগ মাধ্যম কুমতি,
ধারণার তরঙ্গেরা জানে কি মন্থন ফলশ্রুতি?