Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সম্পর্ক এমন হলেঅনু গল্পচন্দন চক্রবর্তী
ফুল সজ্জার পরের দিন । সকাল থেকেই লোড শেডিং । গরমে সাবিতা হাসফাঁস করছিলেন । নতুন বউকে আসতে দেখে মুখটা গম্ভীর করে রাখলেন । এখনই শক্ত হওয়া দরকার । নইলে - - । 
বৌমা পায়ে হাত দিয়ে উঠে দাড়াতেই ত…

 


সম্পর্ক এমন হলে

অনু গল্প

চন্দন চক্রবর্তী


ফুল সজ্জার পরের দিন । সকাল থেকেই লোড শেডিং । গরমে সাবিতা হাসফাঁস করছিলেন । নতুন বউকে আসতে দেখে মুখটা গম্ভীর করে রাখলেন । এখনই শক্ত হওয়া দরকার । নইলে - - । 


বৌমা পায়ে হাত দিয়ে উঠে দাড়াতেই তিনি মনে নরম হলেও বাইরে প্রকাশ করলেন না ।


মা সকালের জল খাবার কি হবে ?


সবিতার নিজের জীবনের সেই দিনটার কথা মনে পড়ছে । শাশুড়িকে প্রণাম করে উঠতেই কড়া গলায় সেই কথাগুলো ;


দাড়িয়ে দেখছ কি ? নারী হয়ে জন্মেছ,আর এটাও জান না !  যাও হেঁসেলে যাও । এত বড় ধিঙ্গী মেয়ে ঘোমটাটাও সমালাতে পার না !


পরে কিন্তু সেই শাশুড়ির মধ্যে তিনি স্নেহ মমতার আঁচ পেয়েছিলেন । 


তবুও প্রথম দিনের সেই কথাগুলো তিনি আজো ভোলেন নি । তার বড় ননদও সেই ধারাই পেয়েছেন । কদিন ধরে তাকে তালিম দিচ্ছেন । অথচ তার দুই ছেলে,বউ নিয়ে আলাদা !


কঠিন হতে পারলেন না । 


মেয়েটার মুখটা খুব মায়া ভরা । কত আর বয়স । তার নিজের মেয়ের থেকেও ছোট ।  


বৌমা আজ তোমায় কিছু করতে হবে না । কটা দিন যা ধকল গেছে । সরলা আছে,আমার সাথে হাত লাগাবে । তুমি বরং পরে একবার রান্না ঘরে এসো ।


বৌমার বুকের ওপর থেকে অজানা ভয়ের পাথর সরে গেল । 


আনন্দে শাশুড়ির পায়ে আর একবার প্রণাম করে মেয়ে হয়ে উঠে দাড়াতেই লোড শেডিং এর সকাল সম্পর্কের বাতাসে ভরে গেল ।