Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

নেই, নেই, কেউ নেই          প্রদীপ সেন     আগরতলা, ২৮/০৪/২১
সেই ছেলেবেলায় শুনেছিলাম-কাঁদো, কাঁদো, প্রাণ ভরে কাঁদো,না কাঁদলে মা কীকরে বুঝবে তোমার কিছু চাই? করে দেখলাম, আর হাতে হাতে ফল। অভিজ্ঞতা থেকে আমিও বললাম কাঁদো, আরো কাঁদো বেশী …

 


নেই, নেই, কেউ নেই

          প্রদীপ সেন

     আগরতলা, ২৮/০৪/২১


সেই ছেলেবেলায় শুনেছিলাম-

কাঁদো, কাঁদো, প্রাণ ভরে কাঁদো,

না কাঁদলে মা কীকরে বুঝবে তোমার কিছু চাই? 

করে দেখলাম, আর হাতে হাতে ফল। 

অভিজ্ঞতা থেকে আমিও বললাম 

কাঁদো, আরো কাঁদো বেশী করে

ওরাও শুনবে, বুঝবে, তোমার কিছু একটা চাই। 

ওরা কাঁদলো, প্রথমে ফুঁপিয়ে,

তারপর সশব্দে, অবশেষে তারস্বরে। 

কী আশ্চর্য! কেউ নেই, সাড়া নেই। 

তবে কি বিমাতায় ভরে গেছে বিস্তীর্ণ উঠোন? 


পাঠশালা থেকেই শুনে এসেছি-

জিজ্ঞাসা থাকলে বলেই ফেলো, উত্তর পেয়ে যাবে। 

আমিও পেয়েছি ফল হাতেনাতে। 

তাই, অভিজ্ঞতা থেকেই ওদের বললাম,

পেটে ক্ষিদে মুখে লাজ থাকতে নেই,

যদি জিজ্ঞাস্য থেকে থাকে, জিজ্ঞেস করেই দ্যাখো,

ওরা নিশ্চয় তোমার জিজ্ঞাসা মিটিয়ে দেবে। 

কিন্তু কী আশ্চর্য! হাজারো জিজ্ঞাসা আছে, 

কিন্তু শোনার বা উত্তর দেবার কেউ নেই। 

তবে কি জ্ঞানকালায় ভরে গেছে বিস্তীর্ণ উঠোন?