Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

এক মানুষ আর এক উদ্ভিদ......................................
আমার বেলগাছ টাকে জড়িয়ে অনেকটা ওপরে উঠে এসেছিল একটি লতানো গাছ, পানপাতার মতো সুঢোল তার মুখের আদল, প্রতিবছরই তাকে আমি দেখি, বেল গাছটার থেকেও উঁচু হয়ে সর্ব শিখরের ডালটিকে …

 


এক মানুষ আর এক উদ্ভিদ

......................................


আমার বেলগাছ টাকে জড়িয়ে অনেকটা ওপরে উঠে এসেছিল একটি লতানো গাছ, 

পানপাতার মতো সুঢোল তার মুখের আদল, প্রতিবছরই তাকে আমি দেখি, 

বেল গাছটার থেকেও উঁচু হয়ে সর্ব শিখরের ডালটিকে জড়িয়ে খুশিতে তাকিয়ে থাকে আকাশের দিকে, 

মেঘ-বৃষ্টির খেলার পর কাঁচা রোদ তার শরীরের সবুজ রঙকে সোহাগ করে, 

অন্য গাছকে আশ্রয় করে তার সৌন্দর্য আকাশ ছুঁয়েছে এ হীনমন্যতা তার নেই, 

ভালোবেসে জড়িয়ে থাকে, 

জানলার এপারের বন্ধু আমি, 

তাদের দুচোখ ভরে দেখি, 

পুরনো স্বপ্ন যেন সত্যি হয়ে যায়, 

আজ সকালে পড়শির গলার স্বরে জানলার কাঁচ সরিয়ে মুখ বারালাম রাস্তার দিকে, 

তারপর প্রায় দমবন্ধ করে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে এলাম  বসবার ঘরে, 

শুনলাম  বেলগাছের সঙ্গে একটি আগাছা বাসা বেঁধেছিল, 

গাছটার ক্ষতি হবে তাই আগাছা উপড়ে ফেলে দেওয়া হয়েছে, 

আমি বিস্মিত হয়ে যাই যেন আটকে যাচ্ছিল কণ্ঠস্বর,

চিৎকার করে বলে ফেললাম  লতানো গাছটি আগাছা নয়, 

কয়েক জোড়া চোখ আশ্চর্য হয়ে আমার দিকে প্রশ্ন ছুড়ে দিল,

 তবে? 

আমি কোন উত্তর দিতে পারলাম না, 

এক বুক বিষাদ নিয়ে সিঁড়ি বেয়ে উঠে এলাম ছাদে,

 এরপর ...!

তখন মধ্যযাম  নিস্তব্ধ থম্ থম্ করছে চারদিক 

লতানো গাছটির বিরহে আকাশের নীচে দাঁড়িয়ে আছে, 

এক মানুষ আর এক উদ্ভিদ।

 - রাণু গুহ।