Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা - এক ফালি চাঁদকলমে - ইলা মজুমদার তারিখ - 05/04/2021
সুচরিতা,কি লিখি তোকে,সেদিন ছিল ভরা পূর্ণিমা,ছেঁড়া ছেঁড়া রূপশালী জোছনাউড়ছিল বেদুইন বাতাসে।প্রচণ্ড গরম আর বিদঘুটে গুমোট, বৈশাখ গড়িয়ে গেলেও কালবৈশাখীরদেখা নেই, মাঝে মাঝে …

 




কবিতা - এক ফালি চাঁদ

কলমে - ইলা মজুমদার 

তারিখ - 05/04/2021


সুচরিতা,

কি লিখি তোকে,

সেদিন ছিল ভরা পূর্ণিমা,

ছেঁড়া ছেঁড়া রূপশালী জোছনা

উড়ছিল বেদুইন বাতাসে।

প্রচণ্ড গরম আর বিদঘুটে গুমোট,

 বৈশাখ গড়িয়ে গেলেও কালবৈশাখীর

দেখা নেই, মাঝে মাঝে ভাবলেশহীন

মেঘ উঁকি দিলেও মিলিয়ে যায় হুশ করে।

 

তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ি,

এম জি রোডে গার্লস হোস্টেলে থাকি।

হোস্টেলের ব্যালকনিতে দাঁড়িয়ে 

আলোতে ভিজছি। মাঝরাত,

হঠাৎ পেছন থেকে কে জাপ্টে ধরে

এলোপাথাড়ি চুমুতে ঝাঁজরা করছিল আমায়।

বিস্ময়ে বললাম,  সুচরিতা তুই!

 "তোকে খুব ভালোবাসি"... 

এক নিঃশ্বাসে গড়গড় করে কথাটা বলে চলছিলি। সমকামী! লজ্জায় ঘৃণায় পেছনে

ছুটতে থাকি। গোটা হোস্টেল হুলুস্থুল।


সবাই বলল, তুই নতুন তাই জানিস না।হোস্টেল সুপারের কাছে লিখিত অভিযোগ

জমা দেওয়া হলো। 

নীরবে হোস্টেল ছেড়ে চলে গেলি তুই।

জোর ভূমিকম্পে শুভবোধ তলিয়ে গিয়েছিল।

সে বছর তুই ইউনিভার্সিটিতে টপার হয়েছিলি।


অ্যাবরশন করিয়েও আজো কংক্রিট-স্মৃতি,

আজও সেই পুরনো গন্ধে বেঁচে আছিস

জ্বলজ্বলে ফুলস্কেপ স্মৃতির পাতায়।

আজও জাগে একা চাঁদ আর

কিছু মুহূর্তের দানা।

আজও মন বলে আর একবার 

ছুঁয়ে দেখবি? ছুঁবি?

কতশত চুমুর সোঁদা গন্ধ!

তিরিশটা বছর কাটলো এখনো

চাপচাপ লোডশেডিং পাঁজরে।

 

জানিস সুচরিতা, আজ আমার 

ছেলে অরন্যর রেজিস্ট্রি ম্যারেজ হল।

অরণ্য ব্যানার্জীর লাইফ পার্টনার

উজান টুডু। দুজনেই সাইন্টিস্ট।

একই সঙ্গে গবেষণা করতে করতে

রিলেশন গ্রো করে। আমরা আপত্তি করিনি।

বরং আনন্দের সঙ্গে মেনে নিয়েছি।


অন্য এক পৃথিবীর নতুন জংশনে 

দাঁড়িয়ে আছি। প্রতিবেশী,আত্মীয়-স্বজন

শকুনের মতো ঠোকরাচ্ছিল ওদের।

আমি দেখছিলাম, কয়েকশো চেতনা

খেঁকো হাঙর কুড়মুড়িয়ে ওদের

চিবিয়ে খাচ্ছিল। ভয়ঙ্কর কর্কশ 

তামাশার টুকরো খুবলে খাচ্ছিল

ওদের সম্পর্কটাকে।

তিরিশ বছর আগেকার ট্র্যাডিশন

সমানে চলছে আজও।

জং ধরা কনসেপ্টের খোলস 

ছাড়তে পারেনি বেশিরভাগ মানুষ।

আমিও তাদের মনে রোদ ঝরাতে পারিনি।

কিন্তু নতুন জেনারেশনের মনে

মাইল মাইল খুশির পারদ।


তোর সঙ্গে আর দেখা হয়নি কোনদিন।

শুনেছি এক বিদেশিনীর সঙ্গে

বিদেশে সেটেল্ড হয়েছিস।

মেঘের ঠোঁটে শুভেচ্ছা পাঠালাম।


আর আমি কিছু মুহূর্তের দানা নিয়ে

ভেসে যাচ্ছি কলার ভেলায়।


সঙ্গে এক ফালি চাঁদ।....