Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা _ না রাখা কথা,,,,,🍁কলমে _ পারমিতা মহান্ত
ভিজে পথে এসেছিলে একদিনমনের দরজা খুলে।সে দিনের ছবিখানি যতনে রেখেছি তুলে,বলেছিলে_আসবে আবার বৃষ্টি শেষে,রোদের দেখা পেলে।
জমা কথাদের ভিড়ে ঠাসা মনকলমের হাত ধরে ভরে দেয় সাদা পাতা।কিছু তার …

 


কবিতা _ না রাখা কথা,,,,,🍁

কলমে _ পারমিতা মহান্ত


ভিজে পথে এসেছিলে একদিন

মনের দরজা খুলে।

সে দিনের ছবিখানি যতনে রেখেছি তুলে,

বলেছিলে_আসবে আবার বৃষ্টি শেষে,

রোদের দেখা পেলে।


জমা কথাদের ভিড়ে ঠাসা মন

কলমের হাত ধরে ভরে দেয় সাদা পাতা।

কিছু তার জমা থাকে অতীতের ঘরে,

আসো যদি,তবে সে কথার হবে মালা গাঁথা।


সময়ের স্রোতে ভাসে শুকনো উপাচার,

প্রতিদিন পূজার আয়োজন হয় সারা।

শ্রাবণ ধারার শেষে আজও রোদ ওঠে,

তবু,রোদ গায়ে মেখে হয়নি আর ফেরা!


রাত জাগা চোখে ভয় নামে,

ঘুন ধরা সাহসে নড়বড়ে বাঁচা!

সে দিনের দৃঢ় মনোবল কখন যে

ভেঙে গেছে ঝড়ে!

নরম ভোরের আলোয় ঘাসের শিশিরে

কবিতারা আসে নেমে,

শুধু,হয়নি তার কাছে আসা!


________________________