Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা  #তারিখঃ ২৮/৪/২০২১#শিরোনামঃ  রঙ#কলমঃ মধুপর্ণা বসু 
চোখের মন অন্য কিছু দেখে, কল্পনায় রঙেরা অনুভূতি হয়ে আসে, রক্তের মতো উষ্ণ, সবুজের মতো পেলব,নীলের অতল গভীর, হলুদ যেন আনমনা, 
   কল্পনার তরঙ্গে আবদ্ধ রঙেরা ভা…



 #দৈনিক_কবিতা_প্রতিযোগিতা  

#তারিখঃ ২৮/৪/২০২১

#শিরোনামঃ  রঙ

#কলমঃ মধুপর্ণা বসু 


চোখের মন অন্য কিছু দেখে, কল্পনায় রঙেরা অনুভূতি হয়ে আসে, 

রক্তের মতো উষ্ণ, সবুজের মতো পেলব,

নীলের অতল গভীর, হলুদ যেন আনমনা, 


   কল্পনার তরঙ্গে আবদ্ধ রঙেরা ভালোবেসে ভাবনার রাজস্থলী দূর্গ রচনা করে।

মালভূমির বালুচরে সাহসী বানজারা মেয়েদের বিচিত্র ঘাঘরার মতো কুশলী তার ভঙ্গিমা,  

এদের পা মাটিতে পড়েনা, এরা নির্লিপ্ত পুরুষতন্ত্রের বুকে নভশ্চর মোহিনীমায়া, 


আমার মাটিতে আমি রঙ দেখিনা, 

তারা পুরনো সাদা কালো ছবিতে আদরের রঙ ভরে দিয়ে মাঝরাতের স্বপ্ন হয়ে দিকশূন্যপুরে রওনা হয়েছে কবেই...

এখন বসন্ত আসে, কলুষ গ্রীষ্ম অথবা খরার বুকে কয়েক ফোঁটা জল, 

উৎসবও তিলেতিলে বলে দিয়ে যায় ঝরা মল্লিকার না বলা কথা , শুকনো কৃষ্ণচূড়ায়, মৃত্যুর বাসি খবর,আর গভীর হয়ে গেড়ে বসা সংস্কারের ক্ষতচিহ্ন।