Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

অভয়ারণ্য
তুমি স্বাধীনতা চেয়েছিলে নারী |খোলা আকাশ নিয়ে কী হবে?আমি অনেক অঙ্ক কষেতোমার জন্য গড়ে তুলেছি এক নিটোল  অভয়ারণ্যএই অভয়ারণ্যের মাথাউঁচু  গাছ গুলোগাছের চেয়েও  সবুজ |এর আকাশটা  আকাশের চেয়েও নীল |সীমানা না ডিঙ্গিয়ে  তুমি  এখানে…

 


অভয়ারণ্য


তুমি স্বাধীনতা চেয়েছিলে নারী |

খোলা আকাশ নিয়ে কী হবে?

আমি অনেক অঙ্ক কষে

তোমার জন্য গড়ে তুলেছি এক নিটোল  অভয়ারণ্য

এই অভয়ারণ্যের মাথাউঁচু  গাছ গুলো

গাছের চেয়েও  সবুজ |

এর আকাশটা  আকাশের চেয়েও নীল |

সীমানা না ডিঙ্গিয়ে  তুমি  এখানে

যেমন খুশি পা ফেলতে পারো |

এলোমেলো খোলা হাওয়ায়

গা ভাসিয়ে ঘটিয়ো না সংক্রমণ |

হাওয়া বড়ো সর্বনেশে নারী |

হাওয়া ভাবতে শেখায় , প্রশ্ন করতে শেখায় |

এতো ভেবে তোমার কী লাভ |

তোমার আমোদের সব উপকরণ

আমি থরে থরে সাজিয়ে রেখেছি |

কান পেতে শোন , আকাশ বাতাস মুখরিত করে

পুরোনো ফাটা রেকর্ডে বাজছে নারীর জয়গাথা |

সফেন মদিরায় ভাসতে ভাসতে

তুমি বরং এবার ঘুমিয়ে পড়ো |

অভয়ারণ্যের চারপাশে কাঁটাতারের বেড়া |

লক্ষ্মণরেখা টেনে রেখেছি সেখানে |

বাইরে সশস্ত্র প্রহরী |

ভিতরে তুমি স্বাধীন নারী , তুমি মুক্ত |

লক্ষ্মণরেখা অতিক্রম করো না যেন |