Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবার বসন্ত উৎসবেও রাজনীতির ছোঁয়া

"এবার বসন্ত উৎসবেও রাজনীতির ছোঁয়া।"অমিতাভ গঙ্গোপাধ্যায়বসন্তের রঙের উৎসবে এবার রাজনীতির ছোঁয়া দেখা গেল।ভোট প্রচারের সাথে সমান তালে পাল্লা দিয়ে সবুজ, গেরুয়া আর লাল আবিরের বিক্রি বাজার মাত করে দিয়েছে।আবির বিক্রেতাদের দাবি…



 "এবার বসন্ত উৎসবেও রাজনীতির ছোঁয়া।"

অমিতাভ গঙ্গোপাধ্যায়

বসন্তের রঙের উৎসবে এবার রাজনীতির ছোঁয়া দেখা গেল।ভোট প্রচারের সাথে সমান তালে পাল্লা দিয়ে সবুজ, গেরুয়া আর লাল আবিরের বিক্রি বাজার মাত করে দিয়েছে।আবির বিক্রেতাদের দাবি এবার ভোটের বাজারে সবুজ ও গেরুয়া আবিরের চাহিদা অন‍্যবারের থেকে শতকরা একশভাগ বেশি।তুলনামূলক ভাবে বিচার করলে লাল আবিরের বিক্রি অনেকটাই কম।


       শনিবার থেকেই প্রচারের দামামাবেজে গিয়েছে, লেগেছে তাতে রঙের মিশেল।এদিন রাজনৈতিক কর্মিদের প্রচারের মাঝেই সবুজ,গেরুয়া আবিরে রাঙা হয়ে উঠেছিল রাজনৈতিক নেতা থেকে সাধারণ কর্মিরা।প্রচারের মধ‍্যেই চলেছে আবিরের মাখামাখি।জনসংযোগের জোরালো মাধ‍্যম হয়ে উঠেছিল আবির।যদিও রাজনৈতিক নেতাদের মতে প্রতিবার বসন্ত উৎসবের আগে থেকেই রঙের উৎসব শুরু হয়ে যায়।আর এবার তো বিশেষ কারণ নির্বাচন।সেই কারণে একটু আলাদা মাত্রা পেয়েছে।


   অপরদিকে রাজনৈতিক কর্মিদের মতে এটি প্রচলিত যে,তৃণমূলের রঙ মানেই সবুজ ও বিজেপির রঙ মানে গেরুয়া।ওদিকে আবিরের বিক্রি বাড়ায় হাসি ফুটেছে বিক্রেতাদের মুখে।অন‍্যবারের তুলনায় বিক্রি ও চাহিদার সমানুপাতিক হার একলাফে অনকটাই বেড়ে যাওয়ায়,তারা আর্থিকভাবে লাভবান হয়েছে।