Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

ফিরিয়ে দাও ছেলেদের নাজমা সুলতানা তারিখ - ১২.০৪.২০২১
তোমরা আমায় মেরে ফেলোফিরিয়ে দাও ছেলে সকাল সকাল কোথায় গেলোমুখের খাবার ফেলে ? 
অভাগী মা বসে আছে চক্ষে ঝরে পানি কোথায় আমার বুকের মানিক শূন্য হৃদয় খানি। 
চেয়েছিলি গণতন্ত্রে সবাই …



 ফিরিয়ে দাও ছেলেদের 

নাজমা সুলতানা 

তারিখ - ১২.০৪.২০২১


তোমরা আমায় মেরে ফেলো

ফিরিয়ে দাও ছেলে 

সকাল সকাল কোথায় গেলো

মুখের খাবার ফেলে ? 


অভাগী মা বসে আছে 

চক্ষে ঝরে পানি 

কোথায় আমার বুকের মানিক 

শূন্য হৃদয় খানি। 


চেয়েছিলি গণতন্ত্রে 

সবাই থাকুক ভালো 

নতুন ভোটার খুশিতে তোর

দু চোখ ভরা আলো। 


ভোটের লাইনে তুই তো ছিলি

স্বপ্ন ছিল চোখে 

বলছে লোকে নানান কথা 

বিঁধছে আমার বুকে।


 আনন্দ তুই কোথায় বাবা

কোথায় আমার মাণিক

আয়রে বাবা নয়ন জুড়াই

তোকে দেখে খানিক।


কোথায় আমার সামিউল নুর

 হামিদ মনির ওরা ? 

আনন্দ বল আছিস কোথায় ? 

কোথায় বাবা তোরা ? 


কোন্ পাপেতে তোরা বলি

রেখে গেলি স্মৃতি ? 

কাঁদছে হৃদয় হাহাকারে

পায় না খুঁজে প্রীতি। 


চোখের জলে ভেসে তোদের 

প্রশ্ন আমি করি

মাতৃহৃদয় শূন্য করে 

সুখের সৌধ গড়ি। 


সুখের সৌধ বুমেরাং হয়ে 

আসবে নাতো ফিরে 

পাগল আমি ঘুরে বেড়াই

আমার শূন্য নীড়ে।