Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

'পরাপর'প্রতিবিম্ব রায় (13.04.2021)~~~~~~~~~~~~~~~~~~~~~~বট গাছটা দাঁড়িয়ে শুধু উধাও বেণু বন,থমকে যেন গেলো সময় হঠাৎ কিছুক্ষণ...
একটু দুরেই ছোট্ট পুকুর পানি ফলের মেলা,ভীড় করতাম সেথায় মোরা ছুটির বিকেল বেলা।
দালান বাড়ি আজ সেখানে…

 


'পরাপর'

প্রতিবিম্ব রায় 

(13.04.2021)

~~~~~~~~~~~~~~~~~~~~~~

বট গাছটা দাঁড়িয়ে শুধু উধাও বেণু বন,

থমকে যেন গেলো সময় হঠাৎ কিছুক্ষণ...


একটু দুরেই ছোট্ট পুকুর পানি ফলের মেলা,

ভীড় করতাম সেথায় মোরা ছুটির বিকেল বেলা।


দালান বাড়ি আজ সেখানে হদিস তাহার নাই,

বড় রাস্তার পিচ পড়েছে তার হয়নি ঠাঁই। 


অদুরে ওই তাল গাছেতে বাবুই পাখির বাসা, 

হাওয়ায় দুলে কইতো কিসব বুঝিনি তার ভাষা।


            সে ও কোথায় হারিয়ে গেছে

            দেখছি না তো তাকে,

            বুঝছি না যে এই অভিযোগ 

            করবো আমি কাকে?


হারিয়ে গেলো অনেক কিছু শুকিয়ে নদীর তট,

প্রহর যেন যাচ্ছে গুনে নিঃস্ব একা বট।


উঠছে দাবী পিচ রাস্তা করতে হবে আরও 

বৃদ্ধ বটের স্বপ্ন গুলির দায় নেই যে কারো!


'সে' ঝুরিতে কচিকাঁচার দোলনা আজও বেঁধে, 

অপেক্ষাতে 'মা' যেন ওই ভাতটি আজও রেঁধে। 


বৃদ্ধ মায়ের আজ ঠিকানা বৃদ্ধাশ্রমের ঘর-

পিচ রাস্তা বড় আপন বটের ছায়া পর।