সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম:-উন্মীলিত হোক জ্ঞানচক্ষুকলমে:-শিবানী সাহাতারিখ:-11/04/2021
যাদের দৌলতে গড়ে ওঠে ইমারতগড়ে ওঠে আধুনিক নগর বন্দর।
প্রতিনিয়তঃ তারা অবাঞ্ছিত অবহেলিতপেটপুরে পায় না অন্ন পায়না সুস্থ্যজীবন।
জন্ম আমাদের সকলের ধ…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম:-উন্মীলিত হোক জ্ঞানচক্ষু
কলমে:-শিবানী সাহা
তারিখ:-11/04/2021
যাদের দৌলতে গড়ে ওঠে ইমারত
গড়ে ওঠে আধুনিক নগর বন্দর।
প্রতিনিয়তঃ তারা অবাঞ্ছিত অবহেলিত
পেটপুরে পায় না অন্ন পায়না সুস্থ্যজীবন।
জন্ম আমাদের সকলের ধরিত্রী মায়ের কোলে
অথচ দেখি ভেদাভেদ উচ্চ আর নিম্নে।
কারো বাস অট্টালিকার ঠাণ্ডা ঘরে
সন্তান নিয়ে কেউ শুয়ে খোলা আকাশের নীচে।
বস্ত্রহীন কঙ্কালসার দেহ ঘুমিয়ে অচেতনে
জীবন কাটে রোদ জল ঝড় বৃষ্টি মাথায় করে।
জাগো এ সমাজ জাগো বুদ্ধিজীবী মানুষ
পথে নামো আওয়াজ উঠুক প্রতিবাদী ঝড়ে।
ফিরে পাক ওরা ওদের অধিকার
খাদ্য বস্ত্র গৃহ সুস্থ্যজীবন পাক ফিরে।
একবিংশের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা
তবু এ দৃশ্য দেখতে হয় মর্মাহত হৃদয়ে।