Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

"সৃষ্টি সাহিত্য যাপনে"
এখন একটু অবসর           মনোজ কুমার রথ---------------------------------------------------------
বিপ্লবটা চাপা থাক ক'টা দিন বুকের ভিতর,সংগ্রাম সেও হাঁটবে আগামীর দিনে;প্রতিবাদ এখন থাক ছাই চাপা,অধিক…

 


"সৃষ্টি সাহিত্য যাপনে"


এখন একটু অবসর

           মনোজ কুমার রথ

---------------------------------------------------------


বিপ্লবটা চাপা থাক ক'টা দিন বুকের ভিতর,

সংগ্রাম সেও হাঁটবে আগামীর দিনে;

প্রতিবাদ এখন থাক ছাই চাপা,

অধিকার বুঝে নেবো একদিন সবাই গুনে গুনে...


এসো ফুুল খেলি,

বসন্তের পড়ন্ত বেলাতে 

যে ক'টা পলাশ বেঁচে আছে এখনও...

ওদের স্পর্শ বিলিয়ে দিই নরম হাতে;

কৃষ্ণচুঁড়া এখনও তো লাল,

রক্তিম দল দল বাছে না কোনও...

অকপটে বিলিয়ে দেয় তার যত রং

রঙের মেলাতে;

বকুলের গন্ধে মাতাল মাতাল লাগে,

অমলতাস সে তো প্রেয়সীর রাঙানো গাল!


বক্তৃতায় কান দিও না আর,

ও তো মুদ্রার এ'পিঠ আর ও'পিঠ;

কুহুতানে দেখো কেমন

দুপুরের নীরবতা ভেঙে খান খান,

শালডুংরি সে প্রাণের কথা বলে...

ঝরা পাতা রেখে গেছে নবজীবনের গান। 


বিপ্লব তুমি থমকে থাকো আর ক'টা দিন,

সংগ্রাম তুমি একটু দাঁড়াও পথিকবর;

প্রতিবাদ তুমি পুষ্ট হও এই ফাঁকে...

তোমাদের দিলাম একটু অবসর। 


                                   *** ***

(09-04-2021) ম.কু.র. (২৬ চৈত্র,১৪২৭)