Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম_আজব দেশেকলমে_পলি ঘোষতাং_২.৪.২০২১
আজব ভেল্কি মজার খেল,দেখুন সবে এসেসাপ নেউলে ঘর বেঁধেছে,অপরকে ভালোবেসে।সন্ধি করে দা  কুমড়ো, পীড়িতে ভাসে স্বামীবিবেক বুদ্ধি উকিলপাড়ায়,বিচার টা আসামি।মৈত্রী  জোড়ে বুনো …



 সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম_আজব দেশে

কলমে_পলি ঘোষ

তাং_২.৪.২০২১


আজব ভেল্কি মজার খেল,দেখুন সবে এসে

সাপ নেউলে ঘর বেঁধেছে,অপরকে ভালোবেসে।

সন্ধি করে দা  কুমড়ো, পীড়িতে ভাসে স্বামী

বিবেক বুদ্ধি উকিলপাড়ায়,বিচার টা আসামি।

মৈত্রী  জোড়ে বুনো ওল, তেঁতুলের গা ঘেঁষে

রাজজোটকে মিলন মেলা, ওল টা বলে হেসে।

কাঁচকলা কে ডাকছে আদা,সোহাগ মাখা বোল

অম্বলেতে যাসনি তুই, রাধি শুক্তোর ঝোল।

ব্যাপারীরা আদা মাথায়, নেয় জাহাজের খোঁজ

মদ না খেয়ে ও টালমাটাল,মাতাল ওরা রোজ।

দুধ বিকিয়ে যাচ্ছে খাওয়া,দুধের গ্লাস মদ টা পাওয়া

মধুর সাথে চিনি দিয়ে, ঘোলের পিছু ধাওয়া।

চলছে সবাই এইভাবে,সঠিক পথে হেঁটে

চক্ষু টাকে চড়কগাছে , সত্যি টাকে ঘেঁটে!