Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা :- " বেড়াজাল "  কলমে :- দেবাশিস সেনগুপ্ত। ০২-০৪-২০২১ 
জন্ম মোর কোন ক্ষণে! কে তা জানে,ধরিত্রী-প্রকৃতির মিলন হয় শুভক্ষণে।কত জমি অনুর্বর রয় ,কত বীজ নষ্ট,খাদক জানে কি তা ? খাদ্যের সে কষ্ট। 
প্রকৃতির …

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা :- " বেড়াজাল "  

কলমে :- দেবাশিস সেনগুপ্ত। 

০২-০৪-২০২১ 


জন্ম মোর কোন ক্ষণে! কে তা জানে,

ধরিত্রী-প্রকৃতির মিলন হয় শুভক্ষণে।

কত জমি অনুর্বর রয় ,কত বীজ নষ্ট,

খাদক জানে কি তা ? খাদ্যের সে কষ্ট। 


প্রকৃতির কত রূপ কোথা জলা কোথা শুখা,

কারো মুখে অন্ন জোটে কেউ মরে ভুখা।

জন্মের স্থান কাল ঠিক করা বিধাতারই,

আমরা সবে যাত্রী শুধু প্রকৃতিই দাঁড়ি। 


বাঁচিবার তরে তুমি সদা খাদ্য করিছ রক্ষণ, 

তুমিও খাদ্য কারো, সে তোমায় করিবে ভক্ষণ।

প্রকৃতির আবর্তন চলে আসে নিত্যকাল,

জন্ম মৃত্যু খাদ্য খাদকের ভেঙে বেড়াজাল।