Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা   :   কারও কানে উঠলো না কলমে    :   শক্তিপদ ঘোষতারিখ    :   ০১ , ০৪ , ২০২১
ওরা বরের মালা গলায় নিয়ে পথ হাঁটে ,ঝুড়ি নিয়ে শপথের মিছিলের পুরোভাগে ;মালার বক্ষে নীরবে বাজে মালার ভার ,পাহাড় হয়ে চাপে মিথ্যের…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা   :   কারও কানে উঠলো না 

কলমে    :   শক্তিপদ ঘোষ

তারিখ    :   ০১ , ০৪ , ২০২১


ওরা বরের মালা গলায় নিয়ে পথ হাঁটে ,

ঝুড়ি নিয়ে শপথের মিছিলের পুরোভাগে ;

মালার বক্ষে নীরবে বাজে মালার ভার ,

পাহাড় হয়ে চাপে মিথ্যের অহঙ্কার ।


পথের দু'ধারে দাঁড়িয়ে আমরা ছুঁড়ি ফুল ,

ছিন্নফুলের পাপড়ি সঙ্গে সুপ্রতুল ;

ওরা ফুল-পাপড়ির বৃষ্টিতে যায় নেয়ে ,

সে' ফুলের ধারা পড়ে ঝরে ওদের গা বেয়ে ।


লক্ষ পা মিছিলের--ছিন্ন সে'দল দলি' ,

রক্তাক্ত পিছে ফেলে সমুখে যায় চলি' ;

দলিত সে' কুসুমের অশ্রুত কান্নায় ,

বোবা কান্না জাগে বড় এ মর্মবীণায় ।


ফুল মিছিল-দেবতার পা ধুয়ে অবশেষে ,

মিথ্যে আবেগের নর্দমায় গিয়ে মেশে ;

ফুলের কোমল বক্ষে বাজলো যে যন্ত্রণা ,

কোনদিন কোনকালে কারও কানে উঠালো না ।

------------------------------------------------------------------