সৃষ্টি সাহিত্য যাপন কুড়ি শব্দের গল্প আরতী ভট্টাচার্য দাস 2/4/21(1)পণ বৈষম্য ছেলের বৌকে বিয়ের পর থেকেই শুনতে হয় শাশুড়ির কাছে হাড় হাভাতে ঘরের মেয়ে। মেয়ের বিয়ের সময় আমরা কিন্তু পণ বিরোধী।
(2) বিশ্রাম চাকুরিরতা পুত্রবধূ রবিবারও ভোরে …
সৃষ্টি সাহিত্য যাপন
কুড়ি শব্দের গল্প
আরতী ভট্টাচার্য দাস
2/4/21
(1)পণ বৈষম্য
ছেলের বৌকে বিয়ের পর থেকেই শুনতে হয় শাশুড়ির কাছে হাড় হাভাতে ঘরের মেয়ে। মেয়ের বিয়ের সময় আমরা কিন্তু পণ বিরোধী।
(2) বিশ্রাম
চাকুরিরতা পুত্রবধূ রবিবারও ভোরে ওঠে সংসারের দায়িত্ব পালনের জন্য,অন্যদিন তো ছুটি।
আহা দিদি আমার মেয়েটা সপ্তাহভর খাটে আজ বিশ্রাম।