Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা   :    অচল আধুলিকলমে     :  শক্তিপদ ঘোষতারিখ    :   ১১ , ০৪ , ২০২১
রাত-কাঁপানো হাঁকে--ঘুম ছুটিয়ে অরণ্যেরপ্যাঁচার চোখের মতো চোখ যাদের জ্বলছে ,তারা চোখের থেকে ঘুম কেড়ে নিয়ে অন্যেরসর্বনাশকে জীবনের ঘুম থেকে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা   :    অচল আধুলি

কলমে     :  শক্তিপদ ঘোষ

তারিখ    :   ১১ , ০৪ , ২০২১


রাত-কাঁপানো হাঁকে--ঘুম ছুটিয়ে অরণ্যের

প্যাঁচার চোখের মতো চোখ যাদের জ্বলছে ,

তারা চোখের থেকে ঘুম কেড়ে নিয়ে অন্যের

সর্বনাশকে জীবনের ঘুম থেকে টেনে তুলছে ।


ওরা সেই তাদের--সুখরাত্রিকে করে খুন ,

রাতের ঘুমটা যাদের থাকে নিতান্ত দরকারী ;

সেই তাদের ঘুমঘরেই--দেয় ওরা আগুন ,

জীবন যাদের থমকে থাকে ব্যতীত মজদুরি ।


নিজেদের পায়ে নিজেরা চলতে জানে না--তাই ,

অন্যেরও দুই পদ--বাঁধে বিধানের শৃঙ্খলে ;

রাবণে খড়্গ হেঁকে ছাঁটে পাখির ডানাটা-ই ,

দেখায় সড়ক স্বর্গের--সুরচিত কৌশলে ।


ওরা কূপের সাগরে ভেকের মতো লাফায় ,

অলক্ষ্যেতে ঝোলা ঝেড়ে--পাট করে ঝোলাটাকে ;

ওরা খাঁচার আকশে ডানা ঝাপটাতে শেখায় ,

মাথার 'পরে আকাশখানা মিথ্যের মেঘে ঢাকে ।


খাঁচায় বেঁধে শুকপাখিকে নিত্য শেখায় বুলি ,

মনে মনে জানে--আসলে তা' অচল আধুলি ।

------------------------------------------------------------------