Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা -কাক চরিত্র  সন্ধ্যা দাস ১১/০৪ /২০২১
 কাক চরিত্র ********** কাকগুলো সারদিন  চিৎকার করছে ,কাঁচা পাকা সব ফল   ঠুকরে খাচ্ছে |ভরাপেট তবু কেন     কা-কা রবে ডাকছে ,ডাসবিনেও কাকগুলো  ভাগ পেতে চাইছে?
ছিনিয়ে নিচ্ছ…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা -কাক চরিত্র  

সন্ধ্যা দাস 

১১/০৪ /২০২১


 কাক চরিত্র 

********** 

কাকগুলো সারদিন  চিৎকার করছে ,

কাঁচা পাকা সব ফল   ঠুকরে খাচ্ছে |

ভরাপেট তবু কেন     কা-কা রবে ডাকছে ,

ডাসবিনেও কাকগুলো  ভাগ পেতে চাইছে?


ছিনিয়ে নিচ্ছে তবু  কারও মুখের অন্ন ,

ছোঁ মেরে নিয়ে যায়  কি ভীষণ প্রসন্ন |

অসহায় চোখগুলো যেন কিছু বলছে ,

বলা তো আর সোজা নয়  বুঝে মাথা নাড়ছে |


হার খায় মাস খায়    পাথরেতে আছড়ায় ,

অবশেষ আছে কিছু ? নেড়ে চেড়ে দেখে তায় |

কাড়াকাড়ি মারামারি   ভাগাভাগি করতে ,

প্রাণ যদি ছেড়ে যায়     বিচারেতে বসছে |


কালো ডানায় ঢেকে দেয়  সত্যের সূর্য্য  ,

বিচারের প্রহসন আঁধারে কদর্য   |

আলোর প্রদীপ হাতে আসে যদি আলাদিন ,

 ঝাপটায় মাথার পড়ে  ধূর্ত সে অর্বাচীন |


চেয়ে চেয়ে দেখি তাই সুচতুর তামাশা ,

মুক বধির হয়ে রই    খুঁজি কিছু ব্যাখ্যা |

প্রবাদ যা আছে জানি  মনে গনি সত্য ,

সবটাই কাক খায়   কাকের মাংস তিক্ত |