Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ--কবিতাকলমে-- সীমা রায়09/04/21শিরোনাম--------** অচেনা শহর **°°°°°°°°°°°°°°°°°°°°°
আজ এই চেনা শহর লাগে বড়ো অচেনা ,অনেক কিছু জেনেও আজ যেন সব অজানা !!
সময়ের ব্যাস্ততার মাঝে যা রেখেছিলো ঘিরে ,হঠাৎ দমকা হাওয়ায…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ--কবিতা

কলমে-- সীমা রায়

09/04/21

শিরোনাম--------

** অচেনা শহর **

°°°°°°°°°°°°°°°°°°°°°


আজ এই চেনা শহর লাগে বড়ো অচেনা ,

অনেক কিছু জেনেও আজ যেন সব অজানা !!


সময়ের ব্যাস্ততার মাঝে যা রেখেছিলো ঘিরে ,

হঠাৎ দমকা হাওয়ায় চলে গেছে বহু দুরে !!


হয়তো অন্ধকারের আড়ালে আরেক রূপসী রাত ,

নয়তো কোনো ধুলোয় জমে থাকা জানালার কাঁচ !!


কেউ কি খবর রাখে পর্দা ঢাকা ঠিকানার ,

দিনের আলোয় সবকিছু আবার পরিস্কার !!


কিছু বিক্ষিপ্ত প্রানের চোখে শুধুই প্রলেপ আটা !

এই শহরে আজ সাক্ষী থাক ইতিহাসের পাতা !!