Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা :-গরম -হাওয়াছন্দশ্রী দাস 10/4/2021************চৈত্রের শেষে বাতাসে ভাসে আগুনের হলকাসেই আগুনের আঁচেতে ভাই  পুড়ছে এই দেশটা।কোনটা আসল কোনটা নকল বুঝতে পারে না কেউশুধু স্রোতে ভাসা ,মুখোশের ফাঁদে ডাকছে যত ফেউ।চ…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা :-গরম -হাওয়া

ছন্দশ্রী দাস 

10/4/2021

************

চৈত্রের শেষে বাতাসে ভাসে আগুনের হলকা

সেই আগুনের আঁচেতে ভাই  পুড়ছে এই দেশটা।

কোনটা আসল কোনটা নকল বুঝতে পারে না কেউ

শুধু স্রোতে ভাসা ,মুখোশের ফাঁদে ডাকছে যত ফেউ।

চলো পালটাই সমাজটা আজ ,ডাকে সমাজের মাথা

তাই নিয়ে চলে রঙবদল, আর ভোল বদলের কথা।

কথার ওপর কথা চড়ে, শ্রুতি -প্রতিশ্রুতি 

অচ্ছে দিনের আশায় সবাই তাকিয়ে ইতিউতি।

ভোটবাজারে চড়ছে পারদ ,বাড়ছে জিনিষের দাম

তারি সাথে পাল্লা দিয়ে করোনা,ছোটায় গায়ের ঘাম।

বোতাম টিপো আমার নামে দেব ছেলের চাকরি

আমাকে যদি তোলো মাথায় দেবো তোমায় নোকরি। 

রঙ বদলে ,বেশ বদলে ভিক্ষার ঝুলি হাতে

দেঁতো হাসিতে মুক্ত ঝরে আজ ,জিতলে খিঁচুনি দাঁতে। 

ভোটের লাইনে দাঁড়িয়ে সবাই লাগাবে আঙুলে কালি

কত প্রাণ যায় গুলির আগুনে কেঁদে মরে গৃহস্থালি ।

রাজায় রাজায় যুদ্ধ চলে, সেনাদের হুঙ্কার

উলুখাগড়ার প্রাণ চলে যায় কিবা আসে যায় কার?? 

**************10/4/2021****************