#সৃষ্টি সাহিত্য যাপন
যাপন কথাঅপূর্ব চক্রবর্ত্তী
আমার মন্দলাগার মূল্যে একেকটা রাত কিনতে থাকি,অদ্ভুত সময় হেঁটে যায় সম্পর্ক বরাবর বিনাশী হাওয়ায়।
রাতের শরীরে যে পোশাক ঘুম রঙের ছেঁড়া ছেঁড়া,আরো ছিঁড়ে রোদ রেখে আসি …
#সৃষ্টি সাহিত্য যাপন
যাপন কথা
অপূর্ব চক্রবর্ত্তী
আমার মন্দলাগার মূল্যে
একেকটা রাত কিনতে থাকি,
অদ্ভুত সময় হেঁটে যায়
সম্পর্ক বরাবর বিনাশী হাওয়ায়।
রাতের শরীরে যে পোশাক
ঘুম রঙের ছেঁড়া ছেঁড়া,
আরো ছিঁড়ে রোদ রেখে আসি
তার গোবর নিকানো দাওয়ায়।
অবিনশ্বর কোনো জীবন
হয়না কেন জানা আছে কারো,
শুধু হেঁটে গেলেই মহাপুরুষ?
যে নেই কোনো চাওয়া পাওয়ায়।
এক পৃথিবী ভরা প্রেমের গন্ধ
এক আকাশ ভরা কোন খেদ
এক সমুদ্র ভরা কোনো অভিমান
ভেসে যাক আসা ও যাওয়ায়।
হাওয়ায়............. হাওয়ায়.........