Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম-লড়াই একা কারো নয়বিভাগ-কবিতাকলমে-উত্তম ধীবর৪/০৪/২০২১
লড়াইটা ব্যক্তিগত নয়লড়াইটা নয় একা কারো,যারা প্রতিশ্রুতির সংলাপ বলেতারা নিজেরা পেতে চাই আরো।
ঝর্ণায় স্নান করে কেউ--কেউ এদো পুকুরে-খালে-বিলে,কেউ ছুটে চলে দগ্ধ দুপুরে--কেউ ভেস…

 


শিরোনাম-লড়াই একা কারো নয়

বিভাগ-কবিতা

কলমে-উত্তম ধীবর

৪/০৪/২০২১


লড়াইটা ব্যক্তিগত নয়

লড়াইটা নয় একা কারো,

যারা প্রতিশ্রুতির সংলাপ বলে

তারা নিজেরা পেতে চাই আরো।


ঝর্ণায় স্নান করে কেউ--

কেউ এদো পুকুরে-খালে-বিলে,

কেউ ছুটে চলে দগ্ধ দুপুরে--

কেউ ভেসে বেড়াই আকাশের নীলে।


দেখছে সবাই-অন্ধ কেউ নয়

একদিন বাস্তবটা নিতেই হবে মেনে,

সত্যিটা বলতে কেউ কেউ ভয় পাই--

সব কিছু দেখে-শুনে-জেনে।