Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ  -----------  কবিতা কবিতার নাম  ---  লজ্জা কলমে   ---------   তরু তালুকদার তারিখ  ----------  ১৮/০৪/২০২১ 
একটি মেয়ের বয়স যখন বারো বছরে এলো ;তার মাঝে তখন অনেক লজ্জা শরম হলো। 
পনেরো বছর হতেই তার লজ্জা আরো বা…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

বিভাগ  -----------  কবিতা 

কবিতার নাম  ---  লজ্জা 

কলমে   ---------   তরু তালুকদার 

তারিখ  ----------  ১৮/০৪/২০২১ 


একটি মেয়ের বয়স যখন বারো বছরে এলো ;

তার মাঝে তখন অনেক লজ্জা শরম হলো। 


পনেরো বছর হতেই তার লজ্জা আরো বাড়ে, 

পর পুরুষ ঘরে ঢুকলেই দেখা যায়না তারে। 


কুমারী মেয়ের স্বভাবটা তার এমন কেনো হয়! 

পরপুরুষ দেখলেই তখন পায় লজ্জা- ভয়। 


বিয়ের পরে সেই মেয়েটির কিছু লজ্জার ক্ষয় ;

সন্তান হওয়ার পরে তার লজ্জা  আর নয়। 


সন্তান হওয়ার পরে তোমার লজ্জা নেই কেনো? 

বুকের দুধ নিজ শিশুকে করায় যেনো তেনো। 


ঘরে ফিরে দেখছে তোমায় কতো অজানা লোক ;

তোমার স্তনের অংশবিশেষ দিচ্ছে সবাই চোখ।  


তোমার ভাবনা এখন তবে এমন কেনো হয় ? 

দেখছে বেটা দেখুক সব যেনো কিছুই নয় । 


তোমার শরীরের অংশবিশেষ দেখছে সকলেই আজ ;

কোথায় তোমার হারিয়ে গেলো প্রথম যৌবনের লাজ ? 


নতুন বউ এলে যখন ঘোমটা মাথায় ছিলো ;

দুই সন্তান হওয়ার পরে সেসব হারিয়ে গেলো। 


তোমার আব্রুর উদাসীনতা আজকে কেনো যে হয় ? 

এই বেখেয়ালিপনা তোমার প্রথম যৌবনে কেনো নয় !