Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা :- একবিংশতির হাতছানি কলমে :- শুভ্রজিৎ মণ্ডল তারিখ :- 02/04/2021...................................................................
তপ্ত কড়াইয়ে স্বপ্নের সবটুকু নির্যাস হয় বাষ্পে স্ফুরণ! বদলায়নি ইতিহাস ... স…

 


সৃষ্টি সাহিত্য যাপন


কবিতা :- একবিংশতির হাতছানি 

কলমে :- শুভ্রজিৎ মণ্ডল 

তারিখ :- 02/04/2021

...................................................................


তপ্ত কড়াইয়ে স্বপ্নের সবটুকু নির্যাস 

হয় বাষ্পে স্ফুরণ! 

বদলায়নি ইতিহাস ... 

স্বামীর অজানা অপরাধে হয় স্ত্রীর 

নির্লজ্জ আবরু লুণ্ঠন!

বাতাসে বাতাসে শুনতে পাই, 

নতুন কুরুক্ষেত্র রচনার পূর্বাভাস!

তিরাশি বছরের বৃদ্ধা মায়ের 

মৃত্যু উৎসবে আবার হলো প্রমাণ। 

মনুষ্যত্বের বিকৃত চেতনায়, 

কখনো আক্ষেপের নীরবতা করে না গ্রাস!


চেনা রাস্তায় কালো কালো অচেনা নরখাদক।

গা-ছমছমে ভয়, ধর্ষন না হত্যার পূর্ব ছক।

ভাবতে ভাবতে জনপদে সন্ধ্যা নামে, 

উদ্বিগ্ন চিত্তে এক অদ্ভুত বিস্ময়!

ঘুমহীন বসন্তের সমস্ত রাত্রি জুড়ে 

থেকে যায় কোন অচেনা সংশয়! 


আচমকা ভূমিকম্পে বুঝি 

মাটি ফাটার ভয়ংকর গর্জন ;

মাঝরাতে ধড়ফড় করে বিছানায় উঠে বসি!

মরেছে মরেছে ... 

একদল মদ্যপের অশ্লীল কর্কশ ধ্বনি ;

অন্যদিকে সন্তানহারা মায়ের 

করুণ ক্রন্দনের শব্দ।

রাত্রির নিস্তব্ধতা চিরে পল্লীর প্রান্তরে প্রান্তরে 

শোনা যায় বিভীষিকার নিষ্ঠুর আর্তনাদ!


একই সাথে বোমা-বন্দুকের তীব্র ঝংকার ;

বারুদের পোড়া গন্ধে কাছে পিঠে 

একদল যমদূতের চাপা অট্টহাসি! 

মৃত্যু উপেক্ষিত, রক্তপিপাসু উল্লাসী পেয়াদার দল। 

রাজমুকুট দখলের পরস্পর কুৎসিত হুংকার। 


ধূলিস্যাৎ জীবনের সব কাঙ্ক্ষিত 

স্বাদ-স্বপ্নের ইমারত! 

মুছে গেছে ছিল যতটুকু অতীতের 

প্রাণবন্ত স্মৃতির পাতায়। 

মায়ের কোলে নিদ্রিত শিশুর 

সেই নিরাপদ আশ্রয়। 

দাঁড়িয়ে সামনে ভবিষ্যৎ , 

সংশয়হীন গুমোট আঁধার! 

এই কি তবে একবিংশ শতাব্দীর বর্তমান ?

ভারত মায়ের বক্ষ ছিন্নকারী নতুন ব্যভিচার!


কবি কি করে বাঁচবে আমার স্বদেশ;

শিরায় শিরায় ভরেছে আজ তক্ষকের বিষ!

এ যে বড়ই দুঃসময়, বিবর্তনের সূচনায়–

দেখি অবাঞ্ছিত প্রলয়ের আগমনী! 

নির্দ্বিধায় নিয়েছে বরণ করে, 

ধ্বংসের প্রলোভনে ধর্মযুদ্ধের ঘৃণ্য হাতছানি! 


🌾🌾🌾 সমাপ্ত 🌾🌾🌾


ভাণ্ডারখালী, হিঙ্গলগঞ্জ, ৭৪৩৪৩৯