Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন 
#মেরুদন্ডহীন...
বিষদাঁত ভেঙে দিলে,জাত সাপকেও ঢুকতে হয়বেদের ঝুড়ির ভিতরে,তার গুটিয়ে যাওয়াটাকেন্নোর মতোই ঘিনঘিনে,বেদের কথা মতোঝুড়িতে যাতায়াত আরশুধু অক্ষম ফোঁসটা নিয়ে বাঁচা,মেরুদন্ডহীন মানুষের মতো,সে মানুষটার মাথা…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 


#মেরুদন্ডহীন...


বিষদাঁত ভেঙে দিলে,

জাত সাপকেও ঢুকতে হয়

বেদের ঝুড়ির ভিতরে,

তার গুটিয়ে যাওয়াটা

কেন্নোর মতোই ঘিনঘিনে,

বেদের কথা মতো

ঝুড়িতে যাতায়াত 

আর

শুধু অক্ষম ফোঁসটা নিয়ে বাঁচা,

মেরুদন্ডহীন মানুষের মতো,

সে মানুষটার মাথা নীচু,

খালি গুটিয়ে ঢুকে যেতে চায়

ঝুড়ির ভিতরে,

পৃথিবী বিভাজিত হয় ধর্মের ভ্রান্তিতে,

সন্ত্রাস আর নোংরা বিষে ভরে যায় সমাজ,

দেশ নিয়ে কাটাকুটি খেলে বিষধর সাপ,

মেরুদন্ডহীনের তাতে কিছু এসে যায় না,

তাঁর দৃষ্টি শুধুই মাটির দিকে,

তার চোখ শুধু খুঁজে বেড়ায়

নিরাপদ ঝুড়ি ।


নির্বিষ মেরুদন্ডহীন মানুষ

নিজেকে গুটিয়ে রাখে

ঝুড়ির এক কোণায়,

ভেঙে পরা মানুষটার জন্য

আমার বড্ড মায়া হয় । 


                                       ✍️ তাপস

                                     ০৩/০৪/২০২১