Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন #বিভাগ :কবিতা#শিরোনামঃ কোকিলের ব্যথা#কলমে মিঠু সাধুখাঁ#তারিখ:30/03/2021
একনাগাড়ে কোকিলটা ওই ডাকছে লুকিয়ে গাছেমধুর ধ্বনি, বসন্তের রানী লুকিয়ে তবু লাজে । প্রাণ জুড়ানো কাতর স্বরে বোঝেনা কেউ তার ব্যথালুকিয়ে ব…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

#বিভাগ :কবিতা

#শিরোনামঃ কোকিলের ব্যথা

#কলমে মিঠু সাধুখাঁ

#তারিখ:30/03/2021


একনাগাড়ে কোকিলটা ওই ডাকছে লুকিয়ে গাছে

মধুর ধ্বনি, বসন্তের রানী লুকিয়ে তবু লাজে । 

প্রাণ জুড়ানো কাতর স্বরে বোঝেনা কেউ তার ব্যথা

লুকিয়ে বুকে ডাকছে দুখে জানে কজন তার কথা! 

সবারই তো ঘর রয়েছে ,বিধাতারই দেওয়া দান'

ছোট হোক তবু নিজের  বোনা সেথায় সবার প্রাণ। 

বিধাতা তবু কেন নির্দয় হেন দেয় নি তারে শিক্ষা! 

পরের বাসায় ডিম পারতে করতে হয় যে ভিক্ষা। 


নিজের বাসায় স্বপ্ন আশায় কপোত-কপোতি বাঁচে

দুজনেরই প্রচেষ্টাতে ছোট্ট ভালবাসার বাসা রচে

বাসা বুনতে পারে না তাই নেইকো নিজের ঘর

সারাবছর তাই মরছে সয়ে রোদ -বৃষ্টি -ঝড়! 

বংশরক্ষার সময় আসে মন ভোলাতে ডাকে, 

কাকের নজর পড়লেই এসে দূর দূর করে তাকে। 


পালিয়ে গেলেও বংশরক্ষা বিধাতারই নিয়ম মেনে 

কত যন্ত্রনা সহে, ডিম পারতে চুরি করে পরের নীড়ে

পরের বাসায় বাড়ে শিশু ,মাতৃত্বের নেই অধিকার

জানতে পেরে পরিচয় ,তাড়া খেয়ে হয় পগারপার

মায়ের ভালোবাসা পায় না কখনো এমনই তাদের ভাগ্য

এমনি করেই জীবন চলে, লেখা হয় কত কাব্য!